আমেরিকার টাইম পত্রিকা নরেন্দ্র মোদীর সমালোচনা করায় পাকিস্তানকে দুষল বিজেপি। কারণ টাইম পত্রিকায় নরেন্দ্র মোদীর সমালোচনা করে যিনি নিবন্ধ লিখেছেন, তিনি পাকিস্তানের নাগরিক।
ওই পত্রিকার সাম্প্রতিক সংখ্যায় প্রচ্ছদ নিবন্ধের শিরোনাম ‘ইন্ডিয়া’জ ডিভাইডার ইন চিফ’ বা ভারতে বিভেদের গুরু। লোকসভা ভোটের বাজারে তা বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। অস্বস্তিতে পড়েছে বিজেপি। সেই অস্বস্তি এড়িয়ে আজ পাল্টা আক্রমণে নেমে পাকিস্তানের দিকে তির ঘোরানোর চেষ্টা করল মোদী অমিত শাহের দল।
বিজেপির সদর দফতরে আজ সাংবাদিক বৈঠক করে দলের মুখপাত্র সম্বিত পাত্রর অভিযোগ, ‘‘টাইম পত্রিকায় নিবন্ধের লেখক কে? তিনি পাকিস্তানের নাগরিক। তিনি নরেন্দ্র মোদীকে ডিভাইডার বলেন। পাকিস্তানের থেকে কী আশা করা যায়? পাকিস্তানে দু’বার সার্জিকাল স্ট্রাইক হয়েছে। বালাকোটে বায়ুসেনার অভিযান হয়েছে। তাই পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি মলিন করতে চাইছে। ভারতের সেনা ও নরেন্দ্র মোদীর দৃঢ় সঙ্কল্পের জন্য পাকিস্তান ভারতের কেশাগ্রও ছুঁতে পারছে না। তাই পাকিস্তানের লেখক মোদীর নামে কালি ছেটাতে চাইছেন। আর রাহুল গাঁধী সেই নিবন্ধ টুইট করছেন।’’