E-Paper

‘মা-বাবার কিছু হলে দেশে ফিরব কী করে’

এইচ১-বি ইন্টারভিউ পিছিয়ে দেওয়ার নিরিখে চেন্নাই এবং হায়দরাবাদের ভিসা দফতর সব থেকে উপরে। সমাজমাধ্যমের বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত ফোরামে এইচ১-বি নিয়ে গত দু’দিন ধরে যা আলোচনা হচ্ছে তা থেকে স্পষ্ট, বিশাল সংখ্যক ভারতীয় এ রকম আশঙ্কাজনক পরিস্থিতির মধ্যে পড়েছেন।

মহুয়া সেন মুখোপাধ্যায়

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৯:১০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতীয়দের এইচ-১বি ভিসার ইন্টারভিউ স্থগিত করছে আমেরিকার অভিবাসন দফতর। এ বছর ১৫ ডিসেম্বর থেকে স্থগিত করার এই প্রক্রিয়া শুরু হয়েছে। ইন্টারভিউয়ের তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে এক মাস, তিন মাস, এমনকি কোনও কোনও ক্ষেত্রে এক বছরও। দু’দিন আগে আমেরিকার একটি প্রথম সারির সংবাদপত্রের রিপোর্ট থেকে এই কথা প্রথম জানা যায়। কারণ হিসেবে সেই রিপোর্টেই বলা হয়েছিল যে, ১৫ ডিসেম্বর থেকে ভিসা আবেদনকারীর সমাজমাধ্যমের অ্যাকাউন্ট খুঁটিয়ে দেখা হচ্ছে। যাচাই করা হচ্ছে যে, তিনি আমেরিকা-বিরোধী মনোভাব পোষণ করেন কি না। এইচ-১বি ভিসাধারীদের পুনর্নবীকরণের আবেদনও সে ভাবে যাচাই করা হবে। এই প্রক্রিয়া সময়সাপেক্ষ বলেই এইচ-১বি ইন্টারভিউ স্থগিত করে দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে।

এর ফলে ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছেন ভিসা পুনর্নবীকরণ করতে ভারতে ফিরে যাওয়া চাকুরিজীবীরা। যেমন, মেরিল্যান্ডে বসবাসকারী এক ভারতীয় অভিবাসীর ইন্টারভিউয়ের দিন ২০২৬-এর জানুয়ারি থেকে পিছিয়ে ২০২৬-এর সেপ্টেম্বর মাস হয়ে গিয়েছে। ২০২৫-এর শেষে ভারতে ফিরেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এই অভিবাসী। ভিসা পুনর্নবীকরণ করে আগামী বছরের গোড়ায় তাঁর আমেরিকা ফিরে আসার কথা। ৯ মাস ভিসা ইন্টারভিউ পিছিয়ে যাওয়ার ফলে মাথায় হাত তাঁর। মেরিল্যান্ডের ঘরবাড়ি ছেড়ে এত দিন ভারতে কী ভাবে থাকবেন এবং এই পরিস্থিতিতে তাঁর চাকরি আদৌ টিকবে কি না, সেই সব চিন্তায় ঘুম উড়ে গিয়েছে এই তথ্যপ্রযুক্তি কর্মীর।

এইচ১-বি ইন্টারভিউ পিছিয়ে দেওয়ার নিরিখে চেন্নাই এবং হায়দরাবাদের ভিসা দফতর সব থেকে উপরে। সমাজমাধ্যমের বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত ফোরামে এইচ১-বি নিয়ে গত দু’দিন ধরে যা আলোচনা হচ্ছে তা থেকে স্পষ্ট, বিশাল সংখ্যক ভারতীয় এ রকম আশঙ্কাজনক পরিস্থিতির মধ্যে পড়েছেন। হায়দরাবাদে আটকে পড়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এমনই এক পরিবার। তাঁদের ইন্টারভিউ এ বছর ডিসেম্বর থেকে স্থগিত হয়েছে আগামী বছর মে মাসে। বাচ্চারা মিডল স্কুল পড়ুয়া। শীতের ছুটির পরে যখন স্কুল খুলবে, তখন স্কুলে আর যেতে পারবে না তারা। এই পারিবারিক পরিস্থিতির কথা বলে আপৎকালীন ইন্টারভিউয়ের আবেদন করেছেন তাঁরা। কিন্তু এখনও কোনও সদর্থক উত্তর মেলেনি।

অনেক ভিসা আবেদনকারীদের আবার ইন্টারভিউ-পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও অভিবাসন দফতরের তরফে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। শুধু বলা হয়েছে, তাঁদের সমাজমাধ্যম অ্যাকাউন্টের বিবরণ পাঠাতে। সমাজমাধ্যমে তাঁদের গতিবিধি খুঁটিয়ে দেখে কবে সিদ্ধান্ত জানানো হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

আমাদের চারপাশে এমন বহু পরিচিত রয়েছেন, যাঁদের ইন্টারভিউ ২০২৬-এর জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে ২০২৬ সালের মার্চ, এমনকি, কারও কারও ক্ষেত্রে ২০২৭ সালের জানুয়ারি মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তাঁরা এই মুহূর্তে আমেরিকাতেই রয়েছেন, ইন্টারভিউয়ের আগেই দেশে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। ফলে আপাতত ভারতে ফিরে গিয়ে অনিশ্চয়তার মধ্যে আটকে পড়ার মতো ঘটনা না-ঘটলেও অন্য এক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তাঁরা। ভিসা পুনর্নবীকরণ যত দিন না হচ্ছে তত দিন ভারতে ফিরতে পারবেন না। এমনই এক ভিসাধারীর কথায়, “এই সময়ের মধ্যে দেশে থাকা আমাদের পরিবারের, বয়স্ক বাবা-মায়ের, যদি কিছু হয়? যদি অসুস্থতা বা অন্য আপৎকালীন পরিস্থিতিতে দেশে ফিরতেই হয়, তা হলে কী হবে? তখন তো আমেরিকায় ফেরত আসাই মুশকিল হয়ে যাবে।”

এইচ১-বি ভিসা নিয়ে আমেরিকায় চাকরি করা উচ্চমেধাসম্পন্ন ভারতীয়দের সামনে এখন এমনই অনিশ্চয়তার পাহাড়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Donald Trump H1B Visa US Visa USA India-US India-US Relationship

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy