শাস্তি রদের আবেদনে সাড়া দিল না গুজরাত হাইকোর্ট। ফলে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা পারবেন না পাতিদার নেতা হার্দিক পটেল।
২০১৫-য় গুজরাতে পাতিদার আন্দোলনের সময় ভিসনগরে দাঙ্গা লাগানোর অভিযোগ ওঠে হার্দিকের বিরুদ্ধে। গত বছর জুলাইয়ে সেই মামলায় আদালত তাঁকে দু’বছরের কারাদণ্ডও দেয়। তবে এত দিন তিনি জামিনে ছিলেন। গত বছরের অগস্টে তাঁর কারাদণ্ড কার্যকর হওয়া স্থগিত রেখেছিল হাইকোর্ট। তবে তাঁকে বেকসুর ঘোষণা করেনি। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত কোনও ব্যাক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না।
সামনেই লোকসভা নির্বাচন। সপ্তাহ দুয়েক আগেই কংগ্রেসে যোগ দিয়েছেন হার্দিক। জামনগর থেকে লড়ার ইচ্ছাপ্রকাশও করেছেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে। লড়াই করার প্রস্তুতি যখন তুঙ্গে সেই সময়ই হাইকোর্টের এমন সিদ্ধান্তে হার্দিক তো বটেই, বড়সড় ধাক্কা খেল কংগ্রেসও।