Advertisement
০৬ অক্টোবর ২০২৪
Lok Sabha Election 2019

ভোট শেষ না হওয়া পর্যন্ত মোদীর বায়োপিকে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

কমিশনের কর্তারা জানিয়ে দিয়েছেন, পুরো ভোটগ্রহণ পর্ব শেষ না হওয়া পর্যন্ত এই ছবি চালানো যাবে না।

নরেন্দ্র মোদীর বায়োপিকের মুক্তি আটকে  দিল নির্বাচন কমিশন। —ফাইল চিত্র

নরেন্দ্র মোদীর বায়োপিকের মুক্তি আটকে দিল নির্বাচন কমিশন। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ১৪:৫২
Share: Save:

সুপ্রিম কোর্ট কোনওরকম সিদ্ধান্ত নিতে অস্বীকার করেছিল বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে।কিন্তু নির্বাচন কমিশনের কোপ এড়াতে পারল না মোদীর বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’। লোকসভা ভোট শেষ হওয়ার আগে ওই ছবির মুক্তি নয়, সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন। আগামীকাল বৃহস্পতিবারই ছবির মুক্তি নির্ধারিত ছিল। কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিল, এই ছবি মুক্তি পেলে রাজনৈতিক ‘পরিবেশ’ নষ্ট হতে পারে।

‘পিএম নরেন্দ্র মোদী’র মুক্তি পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। মামলাকারী কংগ্রেস কর্মী আমন পানওয়ারের যুক্তি ছিল, এই ছবি মুক্তি পেলে ভোটাররা প্রভাবিত হতে পারেন। কিন্তু সেন্সর বোর্ড এখনও ছবিকে ছাড়পত্র দেয়নি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ তাই জানিয়েছিল, এখনই এই ছবি নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এমনকি, গুরুত্বহীন বিষয়ে শীর্ষ আদালতের ‘অনেক সময় নষ্ট হয়েছে’ বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।

তার পর আজ বুধবার ছবির মুক্তি আটকে দিল নির্বাচন কমিশন। কমিশনের কর্তারা জানিয়ে দিয়েছেন, পুরো ভোটগ্রহণ পর্ব শেষ না হওয়া পর্যন্ত এই ছবি চালানো যাবে না। কমিশনের তরফে বলা হয়েছে, ‘‘কারও জীবনের উপর ভিত্তি করে তৈরি বায়োপিকের বিষয়বস্তু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে। নির্বাচনের সময় এটা রাজনৈতিক ভারসাম্য নষ্ট করতে পারে। তাই নির্বাচনী আচরণ বিধি বলবৎ থাকা পর্যন্ত এটা সিনেমা হল বা বৈদ্যুতিন কোনও মাধ্যমে দেখানো উচিত নয়।’’

আরও পড়ুন: মোদী জিতলে বাজি পুড়বে পাকিস্তানে? ইমরানের সমর্থন নিয়ে খোঁচা বিরোধীদের

আরও পডু়ন: ওয়েনাডের পর অমেঠি, রোড শো করে মনোনয়ন জমা দিলেন রাহুল, সঙ্গী সনিয়া-প্রিয়ঙ্কা-বঢরা

তবে কমিশন এও জানিয়েছে, সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির প্যানেল বিষয়টি আরও নিখুঁত ভাবে খতিয়ে দেখবে।

সামান্য এক চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদীর এই জীবনযাত্রাই ‘পিএম নরেন্দ্র মোদী’র বিষয়বস্তু। মোদীর ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। ছবির বেশির ভাগ অংশের শুটিং হয়েছে গুজরাত, হিমাচল এবং দিল্লিতে। কিন্তু গোড়া থেকেই ভোটের মুখে এই ছবি মুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত এ ছবির মুক্তি আটকে গেল নির্বাচন কমিশনের নির্দেশে।

কাল কোথায় কোথায় ভোট দেখে নিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE