‘ভবিষ্যতের ভূত’ নরেন্দ্র মোদীর ‘বায়োপিক’-এর সহায় হয়ে উঠছে।
সুপ্রিম কোর্ট ‘ভবিষ্যতের ভূত’ ছবির প্রদর্শনে বাধা সংক্রান্ত মামলায় নির্দেশ দিয়েছে—সেন্সর বোর্ড একবার ছাড়পত্র দিলে আর কোনও সিনেমার প্রদর্শনে বাধা দেওয়া যায় না। এই যুক্তি সামনে রেখেই নরেন্দ্র মোদীর ‘বায়োপিক’—‘পিএম নরেন্দ্র মোদী’ ছবির মুক্তিতে নির্বাচন কমিশন সবুজ সঙ্কেত দিয়ে দেবে বলে সূত্রের খবর। লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের ঠিক আগে, চলতি সপ্তাহে ওই ছবির মুক্তি নিয়ে বিরোধীরা কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তারপরে প্রযোজকদের কাছে এ বিষয়ে জবাব চেয়েছিল কমিশন।
শুধু মোদীর ‘বায়োপিক’ নয়, ‘নমো টিভি’-র সম্প্রচার নিয়েও কমিশনের কাছে আপত্তি জানিয়েছিল কংগ্রেস এবং আম আদমি পার্টি। এ বিষয়ে কমিশন তথ্য-সম্প্রচার মন্ত্রকের বক্তব্য জানতে চেয়েছিল। সূত্রের খবর, মন্ত্রক এ বিষয়ে জবাব দেওয়ার জন্য ৫ এপ্রিল পর্যন্ত সময় চেয়েছে। মন্ত্রকে যুক্তি, নমো টিভি একটি ‘ডিটিএইচ প্ল্যাটফর্ম’। তাই এ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য আরও সময় দরকার।