প্রায় সিকি শতক পর একই মঞ্চ ভাগ করে নিলেন মুলায়ম সিংহ যাদব এবং মায়াবতী। উত্তরপ্রদেশের রাজনীতিতে এই চমকপ্রদ ঘটনার সাক্ষী রইল মুলায়মের নির্বাচনী ক্ষেত্র মইনপুরী। ভোটের মঞ্চে এঁদের মিলিয়ে দিলেন অভিন্ন প্রতিপক্ষ নরেন্দ্র মোদী!
এসপি নেতা অখিলেশ যাদবের সঙ্গে বিএসপি নেত্রী মায়াবতীর জোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও বিষয়টিকে মন থেকে মেনে নিতে পারেননি মুলায়ম— এমনটাই খবর। বাবাকে সামলাতে ছেলে অখিলেশকে হিমশিম খেতে হয়েছে। জোটের বিরুদ্ধে মন্তব্য করতে ছাড়েননি মুলায়ম। লোকসভার শেষ দিনে বক্তৃতায় আশাপ্রকাশ করেছেন যে, নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হবেন।
আজ মায়ার সঙ্গে মঞ্চে পাশাপাশি মুলায়মকে দেখা গেলেও, বিএসপি নেত্রী যতটা স্বচ্ছন্দ ছিলেন ততটাই আড়ষ্ট দেখিয়েছে মুলায়মকে। হাসিমুখে দু’জনের নমস্কার বিনিময়ের ছবি উঠেছে বটে, কিন্তু আলাদা করে দু’জনকে কথা বলতে দেখা যায়নি। এমনকি অনেকটা সময় মুখও অন্য দিকে ঘুরিয়েই রেখেছিলেন মুলায়ম। তবে খুব সংক্ষিপ্ত বক্তৃতায় জোটধর্ম বজায় রেখে বলেছেন, ‘‘মায়াবতীজি এসেছেন। তাঁকে স্বাগত জানাই। আমরা আনন্দিত যে আমাদের সমর্থনে তিনি এগিয়ে এসেছেন।’’