Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

আয়কর ফাঁকি ১০০ কোটির! মায়াবতীর প্রাক্তন সচিবের বাড়িতে তল্লাশি

আয়কর দফতরের এক পদস্থ কর্তা বলেছেন, ‘‘ওই আইএএস অফিসার (নেত্রাম) ১০০ কোটি টাকারও বেশি আয়কর ফাঁকি দিয়েছেন। সকাল থেকেই লখনউয়ের বিভিন্ন জায়গায় হানা দেওয়া হয়েছে। হানাদারি চলবে রাত পর্যন্ত।’’

মায়াবতীর প্রাক্তন সচিব নেত্রামের বাড়িতে আয়কর কর্তাদের তল্লাশি। মঙ্গলবার লখনউয়ে। ছবি- পিটিআই

মায়াবতীর প্রাক্তন সচিব নেত্রামের বাড়িতে আয়কর কর্তাদের তল্লাশি। মঙ্গলবার লখনউয়ে। ছবি- পিটিআই

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ১৮:০৯
Share: Save:

লোকসভা ভোটের মুখে এ বার আয়কর হানাদারির ঘটনা ঘটল উত্তরপ্রদেশে বহুজন সমাজ পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতীর প্রাক্তন সচিব অবসরপ্রাপ্ত আইএএস অফিসার নেটরামের বাড়ি-সহ লখনউয়ের ১২টি জায়গায়। ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত মায়াবতী যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তাঁর প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্বে ছিলেন। পরেও অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বিএসপি নেত্রীর।

আয়কর দফতরের এক পদস্থ কর্তা বলেছেন, ‘‘ওই আইএএস অফিসার (নেত্রাম) ১০০ কোটি টাকারও বেশি আয়কর ফাঁকি দিয়েছেন। সকাল থেকেই লখনউয়ের বিভিন্ন জায়গায় হানা দেওয়া হয়েছে। হানাদারি চলবে রাত পর্যন্ত।’’

নেত্রামের বিরুদ্ধে আরও অভিযোগ, শুধুই কর-ফাঁকি নয়, দলিত হওয়ার সুবাদে মায়াবতী জমানায় দ্রুত উত্থান হয়েছিল তাঁর। আর সেই উত্থানের নেপথ্যে ছিলেন বিএসপি সুপ্রিমোই। উত্তরপ্রদেশে মায়াবতী সরকারের কৃষি মন্ত্রকের শীর্ষে তো ছিলেনই, নেত্রাম ওই পাঁচ বছরে আবগারি, খাদ্য ও গণবণ্টন দফতরেরও প্রিন্সিপাল সেক্রেটারি হয়েছিলেন। বিরোধীদের অভিযোগ, যা মায়াবতীর ‘প্রচ্ছন্ন স্নেহ’ ছাড়া সম্ভব ছিল না।

আরও পড়ুন- আদর্শ থেকে বিচ্যুত, তাই স্বাধীনতার পর কংগ্রেস ভেঙে দিতে চেয়েছিলেন গাঁধীজি! ব্লগে দাবি মোদীর

আরও পড়ুন- বিহারে বিরোধী জোটে যোগ দেবেন না মায়াবতী​

পরে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলে, ২০১২ সালে নেত্রামকে পাঠিয়ে দেওয়া হয় তুলনামুলক ভাবে ছোট দফতরের দায়িত্বে। অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনস অ্যান্ড ম্যানেজমেন্টের ডিরেক্টর জেনারেল হিসেবে তিনি অবসর নেন ২০১৪ সালে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE