Advertisement
১৯ মে ২০২৪

মোদীকে খোঁচা প্রিয়ঙ্কার

পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানকে ভোটপ্রচারের অস্ত্র করেছেন প্রধানমন্ত্রী।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
অযোধ্যা শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ০৪:৫৮
Share: Save:

নির্বাচনী প্রচারে অযোধ্যা গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কার্যত তুলোধোনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। কেন্দ্রকে ‘গরিব-বিরোধী’, ‘কৃষক-বিরোধী’ আখ্যা দিয়ে নাম না করে প্রধানমন্ত্রীকে তাঁর খোঁচা, উনিই তো পাকিস্তানে বিরিয়ানি খেতে গিয়েছেন!

পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানকে ভোটপ্রচারের অস্ত্র করেছেন প্রধানমন্ত্রী। জম্মু-কাশ্মীরের আখনুরে এক সভায় গত কাল কংগ্রেস-সহ বিরোধীদের আক্রমণ করে মোদী অভিযোগ করেছিলেন, বালাকোটে হামলার পর বিরোধীরা যে ভাষায় কথা বলছে, তা মোটেই দেশের পক্ষে ইতিবাচক নয়। বরং তারা পাকিস্তানকে খুশি করছে। আজ ওই প্রসঙ্গ টেনে প্রিয়ঙ্কার তির্যক মন্তব্য, ‘‘পাকিস্তানে বিরিয়ানি খেতে উনিই গিয়েছিলেন না!’’ প্রসঙ্গত, ২০১৫-এ আচমকাই তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের লাহৌরে বাড়িতে চলে গিয়েছিলেন মোদী।

অযোধ্যা গেলেও আজ প্রিয়ঙ্কা বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ চত্বরে যাননি। একটি সভায় পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির সাধারণ সম্পাদক কেন্দ্রকে নিশানা করে বলেন, ‘‘এই সরকারের একমাত্র লক্ষ্য ধনীদের সাহায্য করা। যাতে ধনীরা আরও ধনী হন। বড় বড় শিল্পপতিদের ঋণ সরকার মকুব করে, কিন্তু কৃষকদের কথা উঠলেই বলে টাকা নেই। এই সরকার কৃষক এবং গরিব বিরোধী।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

প্রিয়ঙ্কার অভিযোগ, মোদীর সরকার গ্রামীণ ভারত নিয়ে ‘মিথ্যা প্রতিশ্রুতি’ দিচ্ছে। তাঁর কথায়, ‘‘বিজেপি নেতারা কখনওই গ্রামে যাবেন না। কারণ, সত্যি শোনার সাহস তাঁদের নেই।’’ রাজীব-কন্যা মনে করিয়ে দেন, ‘‘আপনার ভোট আপনার ক্ষমতা। ভুলবেন না, সরকার তৈরির ক্ষমতা আপনাদের হাতেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE