Advertisement
E-Paper

চৌকিদারকে ধমকাচ্ছে চোর! লোকসভায় বিরোধী ঐক্যকে তীব্র কটাক্ষ মোদীর

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৩৫
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

বাজেট অধিবেশনে বৃহস্পতিবার আক্রমণাত্মক হয়ে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের উপরে এখন জবাবি ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। সে ভাষণে নিজের সরকারের ‘সাফল্যের’ খতিয়ান তো তিনি তুলে ধরছেনই। সমান তালে তীব্র আক্রমণ করছেন কংগ্রেসকে এবং বিরোধী ঐক্যের প্রচেষ্টাকে।

কলকাতায় ২৩টি বিরোধী দলের যৌথ মঞ্চ থেকে বিজেপি বিরোধী মহাজোটের যে অঙ্গীকার হয়েছিল, লোকসভায় এ দিন সেই মহাজোটকে ‘মহাভেজাল’ আখ্যা দিয়েছেন মোদী। কলকাতায় যাঁরা একত্রিত হয়েছেন, কেরলে তাঁরা পরস্পরের মুখও দেখবেন না— এমন মন্তব্যও এ দিন মোদী করেছেন।

ভাষণের শুরুতে এ দিন মোদী আসন্ন লোকসভা নির্বাচনে সুস্থ প্রতিযোগিতার আহ্বান জানান, অন্য সব রাজনৈতিক দলকে শুভেচ্ছাও জানান। তবে সেই সৌজন্যের সুর বেশি ক্ষণ স্থায়ী হয়নি। গাঁধী পরিবারকে, কংগ্রেসকে এবং বিরোধী ঐক্যের প্রচেষ্টাকে তীব্র কটাক্ষ করেন তিনি।

দেখে নিন, লোকসভায় কী বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আসন্ন লোকসভা নির্বাচনে সুস্থ প্রতিযোগিতার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কোটি কোটি যুবককে অভিনন্দন, যাঁরা দেশের সরকার গঠনের জন্য প্রথম বার ভোট দেবেন। নতুন প্রজন্ম দেশকে দিশা দেখানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নিরাশার গর্ভে ডুবে থাকা ব্যক্তি বা সমাজ নিজের জন্যও কিছু করতে পারে না, অন্যদের জন্যও কিছু করতে পারে না। ইতিহাসকে দু’ভাগে ভাগ করা হয়— বি সি এবং এ ডি। বি সি এবং এ ডি-কে এখানে কেউ কেউ অন্য অর্থে দেখেন। বি সি-র অর্থ হল বিফোর কংগ্রেস (কংগ্রেসের আগে)। অর্থাৎ কংগ্রেসের আগে কিছুই ছিল না, সব বেকার ছিল। আর এ ডি-র অর্থ হল আফটার ডাইন্যাস্টি (পরিবারের পরে)। আমাদের সমালোচনা করুন, গণতন্ত্রে সমালোচনা খুব জরুরি। কিন্তু মোদীর সমালোচনা করতে করতে, বিজেপির সমালোচনা করতে করতে, দেশের নামে খারাপ কথা বলতে শুরু করে দিচ্ছেন। লন্ডনে গিয়ে মিথ্যা সাংবাদিক সম্মেলন করে করে দেশের কোন সম্মানটা বাড়াচ্ছেন? প্রশ্ন মোদীর। আপনারা বলেন, মোদী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। একটা প্রবাদ রয়েছে, উল্টা চোর চৌকিদারকো ডাঁটে (চোরের মায়ের বড় গলা)। দেশে জরুরি অবস্থা এনেছিল কংগ্রেস, বলছে মোদী ধ্বংস করছে। সেনাকে অপমান করল কংগ্রেস, বলছে মোদী ধংস করছে। সেনাপ্রধানকে গুন্ডা বলল কংগ্রেস, বলছে মোদী ধ্ব‌‌ংস করছে। এ দেশের নির্বাচন কমিশন গোটা বিশ্বের জন্য গৌরবের কেন্দ্র হতে পারে। সেই নির্বাচন কমিশনকে বিদেশে বসে অপমান করা হচ্ছে। আমি তো অবাক হয়ে যাই, দেশ বজেট নিয়ে আলোচনা করছে, আর এঁরা ইভিএম নিয়ে চর্চা করছেন! কী হয়েছেটা কি আপনাদের? এত ভয় পাচ্ছেন কেন? বিচার বিভাগ নিয়ে কংগ্রেস কী ধরনের মন্তব্য করে চলেছে? বিচারবিভাগ যে রায়ই দিক, আমরা কোনও দিন বিচার বিভাগের বিরুদ্ধে কিছু বলি না। কারণ প্রতিষ্ঠানগুলিকে বাঁচাতে হবে। কিন্তু পছন্দ না হলেই আপনারা বিচার বিভাগ সম্পর্কে যা খুশি বলেন, যা খুশি বলিয়ে নেন, যা খুশি লিখিয়ে নেন। ৩৫৬ ধারার অপব্যবহার সবচেয়ে বেশি বার আপনারা করেছেন। অন্তত ১০০ বার ৩৫৬ ধারাপ অপপ্রয়োগ হয়েছে। একা ইন্দিরা গাঁধী ৫০ বার ৩৫৬-র অপব্যবহার করেছেন। স্বচ্ছ ভারত মিশন, শৌচালয় নির্মাণ প্রকল্প, ঘরে ঘরে রান্নার গ্যাসের সংযোগ পৌঁছে দেওয়া, গ্রামে গ্রামে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত সাড়ে চার বছরে সরকার কী রকম কাজ করেছে, তার খতিয়ান তুলে ধরেছেন মোদী। গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ। ৫৫ বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও কংগ্রেস যা করেনি, তিনি ৫৫ মাসে তা করেছেন— দাবি মোদীর। বিরোধী দলগুলির মধ্যে মোদী বিরোধী ঐক্যের প্রচেষ্টাকে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। বললেন, ‘মহাভেজাল’-এর (মহামিলাবট) হাল দেখুন। কলকাতায় এক হচ্ছেন, কিন্তু কেরলে পরস্পরের মুখ দেখতে পারবেন না। উত্তরপ্রদেশেও ‘মহাভেজাল’ থেকে এঁদের বার করে দিয়েছে— নাম না করে কংগ্রেসকে খোঁচা মোদীর। স্বাস্থ্য সচেতন সমাজ সব সময় ভেজাল থেকে দূরে থাকে। সুস্থ গণতন্ত্রও ভেজাল চায় না— বিরোধীদের কটাক্ষ মোদীর।

Lok Sabha Election 2019 Narendra Modi parliament Opposition alliance opposition BJP Congress Modi Governmet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy