সিনেমা হোক বা টেলিভিশন কৌতুক অভিনেতা হিসেবেই তাঁকে দেখতে অভ্যস্ত দেশবাসী। সেই রাজু শ্রীবাস্তবই এ বার দেখা যাবে নতুন ভূমিকায়। অভিনেতা নয়, নেতা হিসেবেই এ বার দর্শকদের মন কাড়তে চাইছেন তিনি। এক সাক্ষাত্কারে রাজু জানিয়েছেন, কানপুর থেকে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে লড়বেন তিনি।
বিজেপির সঙ্গে রাজুর ঘনিষ্ঠতা অনেক দিন ধরেই। ২০১৪ থেকেই বিজেপির সদস্য রাজু। দলের নানা কাজকর্মের সঙ্গেও সক্রিয় ভাবে জড়িত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর মনোনীত করেছেন তাঁকে। গত চার বছর ধরে দলের এক জন সদস্য হিসেবে কাজ করলেও এ বার বড় দায়িত্ব পেয়ে স্বভাবতই খুশি রাজু। অভিনেতা হিসেবে দর্শকদের মন কেড়েছেন। এক জন নেতা হিসেবে সেই ক্যারিশমাটা কি ধরে রাখতে পারবেন তিনি? জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যদিও নিজের দায়িত্ব নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল বলেই দাবি রাজুর।
বলিউডে ছোটখাটো অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন রাজু। অভিনয় করেছেন ম্যায়নে প্যার কিয়া, বাজিগর এবং বম্বে টু গোয়া-সহ বেশ কয়েকটি ছবিতে। বেশ কয়েকটি জনপ্রিয় কমেডি শো-তেও তাঁকে দেখা গিয়েছিল। দায়িত্ব সামলেছেন উত্তরপ্রদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিল-এর প্রধান হিসেবেও।
আরও পড়ুন: কারও দয়া চাই না, ফের কংগ্রেসকে তুলোধোনা মায়াবতীর
আরও পড়ুন: অভিষেকের নিরাপত্তায় বাড়াবাড়ির অভিযোগ তুলে দড়ির ব্যারিকেড খুলে দিলেন বাবুল সুপ্রিয়
আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)