Advertisement
E-Paper

রাহুল-মমতা-মায়াবতী-অখিলেশকে টুইট করলেন মোদী, কী বললেন জানেন?

যাঁদের কাছে তিনি ওই অনুরোধ জানিয়েছেন, তাঁদের মধ্যে যেমন রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিক, তেমনই রয়েছেন সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, বীরেন্দ্র সহবাগ, শ্রীকান্ত, এম এস ধোনি, বিরাট কোহলি, সাইনা নেহওয়াল, গীতা ফোগটের মতো ক্রীড়াবিদও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ১৩:৩৯
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি- এএফপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি- এএফপি

যত বেশি সংখ্যায় সম্ভব, মহিলা ও যুব সম্প্রদায়ের ভোটারকে বুথে নিয়ে আসার জন্য আলাদা আলাদা ভাবে রাজনীতিক, ক্রীড়াবিদ, সাংবাদিক ও অভিনেতা, অভিনেত্রীদের কাছে আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে।

লোকসভা নির্বাচনের মুখে যাঁদের কাছে তিনি ওই অনুরোধ জানিয়েছেন, তাঁদের মধ্যে যেমন রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিক, তেমনই রয়েছেন সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, বীরেন্দ্র সহবাগ, শ্রীকান্ত, এম এস ধোনি, বিরাট কোহলি, সাইনা নেহওয়াল, গীতা ফোগটের মতো ক্রীড়াবিদও। রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ, সলমন, আমির খান, বিরাট কৌশল ও রণবীর সিংহের মতো অভিনেতারাও। প্রধানমন্ত্রী মোদী একই অনুরোধ জানিয়েছেন পূর্বতন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেও।

রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপি নেতা শরদ পওয়ার, বিএসপি নেতা মায়াবতী, এসপি নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব এবং ডিএমকে নেতা এম কে স্ট্যালিনকে ট্যাগ করে পাঠানো টুইটে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘‘আমার অনুরোধ, আসন্ন লোকসভা নির্বাচনে বেশি সংখ্যায় ভোটারদের বুথে আসতে উৎসাহ দিন। ভোট পড়ার যত বাড়বে, ততই মজবুত হবে গণতন্ত্রের ভিত।’’

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী এবং ওয়াইএসআর কংগ্রেসের নেতা জগন মোহন রেড্ডিকে ট্যাগ করে পাঠানো টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘ভোটারদের বেশি সংখ্যায় বুথে এনে ভোটার-সচেতনতা বাড়ানোর পালে বাতাস দিতে হবে।’’

পশ্চিমবঙ্গে কী ছিল গত লোকসভার ছবি, জানতে ক্লিক করুন

আরও পড়ুন- মাসুদ আজহার ‘বিশ্ব সন্ত্রাসী’, নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে বলল আমেরিকা, বেসুরো চিন

আরও পড়ুন- বাদ ৮ সাংসদ, প্রার্থী তালিকায় রুপোলি ছটা, মিমি-নুসরতকে এনে চমক দিলেন মমতা

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, এলজেপি নেতা রামবিলাস পাসওয়ান ও পবন চামলিংকে ট্যাগ করে পাঠানো টুইটে ‘আরও বেশি সংখ্যায় ভোটারদের বুথে নিয়ে আসার জন্য পরিবেশ তৈরি করার’ অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

লতা মঙ্গেশকর এবং এ আর রহমানকে পাঠানো টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘আমজনতা কী চাইছেন, তা বোঝার সেরা উপায়টাই হল ভোট। আর তার জন্যই যত বেশি সংখ্যায় সম্ভব, ভোটারদের বুথে নিয়ে আসার প্রয়োজন।’’

Narendra Modi Rahul Gandhi Karan Johar নরেন্দ্র মোদী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy