Advertisement
E-Paper

লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিশ্বের খর্বতম মহিলা

বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন বিশ্বের সব থেকে কম উচ্চতার মহিলা। পরে নিজের ট্যুইটার হ্যান্ডেলে, আঙুলে ভোটের কালি লাগানো তর্জনী দেখিয়ে ছবিও পোস্ট করেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ২০:১৭
ভোট দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন জ্যোতি আমগে। ছবি: জ্যোতি আমগের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া।

ভোট দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন জ্যোতি আমগে। ছবি: জ্যোতি আমগের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া।

বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন বিশ্বের সব থেকে কম উচ্চতার মহিলা। ৬২.৮ সেন্টিমিটার উচ্চতার জ্যোতি কিসাঙ্গে আমগে নাগপুরে ভোট দিলেন। পরে ফেসবুকে ছবিও পোস্ট করেন।

বৃহস্পতিবার লোকসভার প্রথম দফার ভোটে সকলের সঙ্গে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ২ ফুট ১ ইঞ্চির জ্যোতি। ভোট কেন্দ্রের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “সবাইকে ভোট দেওয়ার অনুরোধ করছি। প্রথমে ভোট দিন, তারপর নিজের অন্যান্য কাজ সারুন”। পরে নিজের ট্যুইটার হেন্ডেলে, আঙুলে ভোটের কালি লাগানো তর্জনী দেখিয়ে ছবিও পোস্ট করেন।

২৫ বর্ষীয় জ্যোতি তাঁর উচ্চতার জন্য ২০১১ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলেন। শুধু তাই নয়, পাশাপাশি তিনি একজন তারকা রাঁধুনি, উদ্যোগপতিও। ২০১২ সালে বিগ বস ৬-এ অতিথি হয়ে আসেন। অভিনয় করেছেন মার্কিন ও ইতালীয় টেলিভিশন সিরিজে। পুণের লোনাভালার ওয়াক্স মিউজিয়ামে তাঁর মূর্তিও রয়েছে।

গত বছর জানুয়ারিতে মিশরের গিজা শহরে বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি তুরস্কের সুলতান কোসেনের সঙ্গে ছবি তোলেন জ্যোতি। সুলতানের উচ্চতা ৮ ফুট ৯ ইঞ্চি। জ্যোতি ও সুলতানকে মিশরের পর্যটন প্রোমোশন বোর্ড আমন্ত্রণ জানায়।

আরও পড়ুন: উৎসবের মেজাজ কাশ্মীরে, বুথের বাইরে নাচের ভিডিও ভাইরাল

আরও পড়ুন : বুথেই ‘নমো ফুডস’ লেখা খাবারের প্যাকেট বিলি পুলিশকর্মীদের, রিপোর্ট তলব কমিশনের

নাগপুরে এ বার মুখোমুখি লড়াই বিজেপি প্রার্থী, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী ও কংগ্রেসের নানা পাটোলে। নাগপুর দীর্ঘ সময় ধরে কংগ্রেসের দুর্গ বলে পরিচিত। তবে এবার লড়াই হাড্ডাহাড্ডি ।

Lok Sabha Election 2019 joyte amge লোকসভা বোট ২০১৯ world smallest woman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy