শীতে বাড়ির বাইরে বসে আগুন পোহাচ্ছিলেন পাঁচ জন। আচমকা বেপরোয়া গতিতে ছুটে এসে তাঁদের পিষে দিল বিজেপি নেতার গাড়ি! মৃত্যু হল এক শিশু-সহ দু’জনের। মধ্যপ্রদেশের মোরেনা জেলায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। তাঁরা আপাতত চিকিৎসাধীন।
মোরেনার পোরসা-জোতাই রোডের উপর বাইপাস মোড়ের কাছে ঘটনাটি ঘটে। অভিযুক্ত নেতার নাম দীপেন্দ্র ভাদোরিয়া। পোরসার বিজেপি যুব শাখার (গ্রামীণ) সহ-সভাপতি পদে রয়েছেন তিনি। অভিযোগ, ঘাতক গাড়িটির চালক ছিলেন তিনিই। দুর্ঘটনার সময় দীপেন্দ্র মত্ত অবস্থায় ছিলেন বলেও প্রত্যক্ষদর্শীদের দাবি। দ্রুতগতিতে ছুটে এসে বাড়ির বাইরে বসে থাকা পাঁচ জনকে সজোরে ধাক্কা মারে তাঁর গাড়ি। সংঘর্ষের অভিঘাতে কয়েক ফুট দূরে ছিটকে পড়েন সকলে। দ্রুত তাঁদের উদ্ধার করে গ্বালিয়র হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, নিহতদের নাম রামদত্ত রাঠৌর (৬৫) এবং অর্ণব লক্ষ্যকর (১০)। এ ছাড়াও আরও তিন জন আহত হয়েছেন বলে খবর।
আরও পড়ুন:
দুর্ঘটনার পরেই অভিযুক্তকে ধরে ফেলেন ক্ষুব্ধ স্থানীয়েরা। তাঁকে মারধরও করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অভিযুক্তকেও আটক করা হয়। যদিও স্থানীয়দের অভিযোগ, ‘প্রভাব খাটিয়ে’ কিছু ক্ষণের মধ্যেই পুলিশ হেফাজত থেকে পালিয়ে যেতে সক্ষম হন অভিযুক্ত নেতা। সেই খবর ছড়িয়ে পড়তেই নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বেশ কিছু ক্ষণ ধরে পোরসা-জোতাই সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়েরা। খবর পেয়ে এসডিওপি রবি ভাদোরিয়া ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দেন তিনি। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত নেতাকে খুঁজতে তল্লাশি অভিযান চলছে। ঘটনায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।