পায়রাকে প্রকাশ্যে দানা খাওয়ানোর অপরাধে এক ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করে পাঁচ হাজার টাকা জরিমানা করার নির্দেশ দিল মুম্বইয়ের একটি আদালত! সরকারি আদেশ লঙ্ঘন করার অভিযোগে ওই ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাঁর এই কাজের ফলে ‘বিপজ্জনক রোগ ছড়ানোর’ সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন বিচারক।
ব্যবসায়ীর নাম নিতিন শেঠ। ৫২ বছরের ওই ব্যক্তি দাদারের বাসিন্দা। গত ১ অগস্ট শহরের মাহিম এলাকার বন্ধ হয়ে যাওয়া ‘কবুতরখানা’ (পায়রাদের খাওয়ানোর জায়গা)-তে পায়রাদের দানা খাওয়াচ্ছিলেন নিতিন। বিষয়টি প্রকাশ্যে আসতেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে মুম্বই পুলিশ। পরে নিতিন স্বেচ্ছায় অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। শেষমেশ ওই মামলায় গত ২২ ডিসেম্বর বান্দ্রার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ভিইউ মিসাল দোষী সাব্যস্ত করেন ব্যবসায়ীকে।
আরও পড়ুন:
উল্লেখ্য, কয়েক মাস আগেই পথচলতি মানুষের উপদ্রব এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ দেখিয়ে শহরের বেশির ভাগ এলাকায় পায়রাকে দানা খাওয়ানো নিষিদ্ধ করে দিয়েছে বৃহন্মুম্বই পুর কর্পোরেশন (বিএমসি)। তা ছাড়া, বম্বে হাই কোর্টের জারি করা আদেশেও বলা হয়েছে, প্রকাশ্যে এবং ঐতিহ্যবাহী স্থানে পায়রাদের খাওয়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। প্রয়োজনে এফআইআরও দায়ের করা উচিত। এই মামলায় ছ’মাস জেল পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে উচ্চ আদালত। সেই বিধি মেনেই জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কাজ জ্ঞানত করা এবং সরকারি আদেশ লঙ্ঘন করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৭১ এবং ধারা ২২৩ (বি)-এর অধীনে নিতিনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।