ফাইল ছবি।
হিন্দির ব্যবহার বাড়াতে নতুন দাওয়াই দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের। শনিবার তিনি প্রশ্ন তোলেন, কেন ওষুধের নাম প্রেসক্রিপশনে হিন্দিতে লিখবেন না চিকিৎসকেরা? তিনি বলেন, ‘‘প্রথমে লিখুন, শ্রী হরি। তার পর ওষুধের নাম লিখুন।’’
মুখ্যমন্ত্রী শিবরাজ বলেন, ‘‘যদি ওষুধের নাম হয় ক্রোসিন। তাহলে সেই নাম তো হিন্দিতেও লেখা যায়! এতে কী সমস্যা আছে? প্রথমে শ্রী হরি লিখুন তার পর লিখুন ক্রোসিন। ব্যস, মিটে গেল।’’ শনিবার ভোপালে হিন্দি ব্যাখ্যানের অনুষ্ঠানে এ কথা বলেন শিবরাজ। তাঁর মতে, এক জন গরিব গ্রামবাসীও নিজের সন্তানকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করতে চান। ইংরেজি না জানার কারণে মেডিক্যাল কলেজ ছাড়তে হয়েছে এমন এক জন পড়ুয়াকেও তিনি চেনেন বলেও দাবি শিবরাজের।
पीएम श्री @narendramodi जी ने मातृभाषा में शिक्षा का आह्वान किया।मध्यप्रदेश से हिन्दी में मेडिकल की पढ़ाई का संकल्प सिद्ध हो रहा है।भोपाल में 'हिन्दी विमर्श' कार्यक्रम में साथी श्री@VishvasSarang जी व प्रबुद्धजनों के साथ सहभागिता की। #MP_में_हिंदी_में_MBBS https://t.co/jFbX8Pme0S https://t.co/HG9rVE5uKP pic.twitter.com/y3qQy6zSoX
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) October 15, 2022
বিজেপির বিরুদ্ধে হিন্দি-হিন্দু-হিন্দুস্তান মানসিকতার অভিযোগ তোলে বিরোধীরা। হিন্দিকে বহুল প্রচারের মাধ্যমে অন্য স্থানীয় ভাষাকে কোণঠাসা করার অভিযোগও ওঠে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। এ বার এই প্রেক্ষিতেই চিকিৎসকদের প্রেসক্রিপশনে হিন্দি লেখার দাবি তুললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, সোমবার থেকেই মধ্যপ্রদেশের মেডিক্যাল কলেজগুলোতে হিন্দি ভাষায় চিকিৎসা বিজ্ঞান পাঠক্রম শুরু হচ্ছে।