Advertisement
E-Paper

বিক্ষোভ মেটাতে অনশনে বসছেন শিবরাজ, কথা বলবেন কৃষকদের সঙ্গে

শুক্রবার এক সাংবাদিক সম্মেলন ডেকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানান, শনিবার বেলা ১১টা থেকে ভোপালের দশেরা ময়দানে তিনি শুরু করবেন অনশন। সেখানে তিনি জনে জনে কৃষকদের সঙ্গে কথাও বলবেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৭ ২২:২৫
শুক্রবার সাংবাদিক সম্মেলনে শিবরাজ সিংহ চৌহান। ছবি: পিটিআই

শুক্রবার সাংবাদিক সম্মেলনে শিবরাজ সিংহ চৌহান। ছবি: পিটিআই

পুলিশের লাঠি, গুলি, গ্যাস দিয়ে কৃষক আন্দোলনের সমস্যা মিটবে না আঁচ করে এ বার অনশনে বসে শান্তিতে তা মেটানোর তোড়জোড় শুরু করে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলন ডেকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানান, শনিবার বেলা ১১টা থেকে ভোপালের দশেরা ময়দানে তিনি শুরু করবেন অনশন। সেখানে তিনি জনে জনে কৃষকদের সঙ্গে কথাও বলবেন। তাঁর কথায়, ‘‘কৃষকেরা তাঁদের সব অভাব অভিযোগ আমাকে এসে বলবেন। যত দিন না কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়, তত দিন আমি তাঁদের পাশেই আছি।’’ তিনি অবশ্য এও বলেন, কোনও বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। আইন ভাঙলে তা কড়া হাতে দমন করা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘গণতন্ত্রে এমন কোনও বিষয় নেই যা আলোচনায় মেটানো যায় না।’’ মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে কংগ্রেস নেতা জেপি ধানোপিয়া বলেছেন, ‘‘বিক্ষোভের এক সপ্তাহ পর মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেই রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ।’’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী না আসা পর্যন্ত আমার সত্কার হবে না, সুইসাইড নোটে লিখে গেলেন কৃষক

গত কয়েক দিন ধরেই কৃষক বিক্ষোভের আগুনে জ্বলছে মধ্যপ্রদেশ। ফসলের ন্যায্য মূল্য, ঋণ মকুব-সহ নানা দাবি নিয়ে ১ জুন থেকে শুরু হয়েছিল বিক্ষোভ। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে পুলিশ গত মঙ্গলবার গুলি চালায়। তাতেই ৫ কৃষকের মৃত্যু হয়। এর পর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মন্দসৌর। পরিস্থিতি সামলাতে কার্ফু জারি করে প্রশাসন। মন্দসৌরে ঢোকার আগেই গ্রেফতার করা হয় কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীকে। এরই মধ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী যোগ দেন বাবা রামদেবের যোগশিবিরে। আর তাতেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকারের সমালোচনায় মুখর হয় কংগ্রেস।

Farmer Shivraj Singh Chouhan Bhopal BJP Congress কৃষক শিবরাজ সিংহ চৌহান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy