দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় বিভিন্ন রাজ্য একাধিক বিধিনিষেধ জারি করছে। তার মধ্যেই দেখা গেল মধ্যপ্রদেশের মন্ত্রী বিমানবন্দরে বসে পুজো করছেন। যাতে কোভিড চলে যায় তার জন্যই এই পুজোর আয়োজন। কিন্তু মন্ত্রীর মুখেই মাস্ক নেই। এই ঘটনায় শুরু হয়েছে সমালোচনা।
মধ্যপ্রদেশের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী ঊষা ঠাকুর মধ্যপ্রদেশের ইনদওর বিমানবন্দরে দেবী অহল্যাবাই হোলকারের মূর্তির সামনে পুজোয় বসেন। সেখানে তাঁর সঙ্গে যোগ দেন বিমানবন্দরের ডিরেক্টর আর্যমা সন্ন্যাস ও অন্যান্য আধিকারিকরা। বিমানবন্দরে পুজোর সময় মাস্ক ছাড়াই দেখা যায় ঊষাকে। এই নিয়েই শুরু হয়েছে সমালোচনা। সবাই প্রশ্ন করছেন, তিনি করোনা দূরীকরণের জন্য পুজো করছেন, এ দিকে তাঁর নিজের মুখেই মাস্ক নেই কেন।