মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে উদ্ধব ঠাকরেকে সরানো তাঁদের উদ্দেশ্য নয়। বরং উদ্ধবের নেতৃত্বে সে রাজ্যে শিবসেনা-বিজেপি জোটের সরকার গড়ার লক্ষ্যেই একজোট হয়েছেন তাঁরা। বৃহস্পতিবার এই দাবি করেছেন, শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের শিবিরের বিধায়ক দীপক কেসরকর।
বৃহস্পতিবার সকালে মুম্বই থেকে গুয়াহাটি এসে পৌঁছন দীপক। সঙ্গে ছিলেন, শিবসেনার অন্য দুই বিধায়ক মঙ্গেশ কুদলকর এবং সদা সরভঙ্কর। দীপক বলেন, ‘‘মুখ্যমন্ত্রী পদ থেকে উদ্ধবকে হটানো আমাদের উদ্দেশ্য নয়। আমরা শুধু চাই, এনসিপি এবং কংগ্রেসের সঙ্গ ছেড়ে শিবসেনা ফের বিজেপির সহযোগী হোক।’’