ছত্তীসগঢ় এবং তেলঙ্গানার সীমানা সংলগ্ন মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় গ্রেফতার হলেন মাওবাদী নেতা শঙ্কর ভীমা মহাকা। তাঁর মাথার দাম ছিল ২ লক্ষ টাকা। দণ্ডকারণ্যে মাওবাদীদের ভামরাগড় অঞ্চলের সক্রিয় সদস্য ছিলেন তিনি। শনিবার ভামরাগড়ের তিরকামেতা জঙ্গলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে গড়চিরোলি থানার পুলিশ।
মহারাষ্ট্রে হত্যা, অগ্নিসংযোগ, আইইডি বিস্ফোরণ-সহ বিবিধ মাওবাদী কার্যকলাপে শঙ্করের যোগ রয়েছে বলে অভিযোগ। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-ও একটি খুনের মামলায় তাঁর খোজ চালাচ্ছিল। গত শুক্রবার গোপন সূত্রে পুলিশ খবর পায়, তিরকামেতা জঙ্গলে দেখা গিয়েছে শঙ্করকে। সেই তথ্যের ভিত্তিতেই জঙ্গলে হানা দিয়ে ওই মাওবাদী নেতাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তিরকামেতা জঙ্গল এলাকার তাড়গাঁও এলাকায় নাশকতার ছক ছিল শঙ্করের।
রবিবার ভোরে ঝাড়খণ্ডের পলামুও মাওবাদীদের বিরুদ্ধে এক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। পলামুর মানাতু জঙ্গলে ওই অভিযানে মৃত্যু হয়েছে মুখদেও যাদব নামে এক মাওবাদীর। তিনি মাওবাদীদের শাখা সংগঠন তৃতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। মুখদেওয়ের মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা।
আরও পড়ুন:
শুক্রবারই তেলঙ্গনায় আত্মসমর্পণ করেছেন নিহত মাওবাদী নেতা মাল্লোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজির স্ত্রী পথৌলা পদ্মাবতী ওরফে সুজাতা ওরফে কল্পনা। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। নিষিদ্ধ সংগঠনের দক্ষিণাঞ্চলের সেক্রেটারি ছিলেন তিনি। তা ছাড়া সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন কিষেণজির স্ত্রী।