Advertisement
২৪ এপ্রিল ২০২৪
maharashtra

Maharashtra Politics: ‘গুজরাতি, রাজস্থানিরা না থাকলে...’, বিতর্কের জেরে ক্ষমা চাইলেন মহারাষ্ট্রের রাজ্যপাল

শুক্রবার একটি কর্মসূচিতে রাজ্যপাল কোশিয়ারি বলেছিলেন, ‘‘গুজরাতি এবং রাজস্থানিরা চলে গেলে মুম্বই আর দেশের বাণিজ্যিক রাজধানী থাকবে না।’’

ভগৎ সিংহ কোশিয়ারি।

ভগৎ সিংহ কোশিয়ারি। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০১ অগস্ট ২০২২ ২২:২৭
Share: Save:

বিরোধীদের প্রবল সমালোচনার মুখে পড়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি। সোমবার একটি টুইট-বার্তায় তিনি লিখেছেন, ‘গত ২৯ জুলাই একটি প্রকাশ্য কর্মসূচিতে মুম্বইয়ের উন্নয়নে কিছু সম্প্রদায়ের অবদানের প্রশংসা করতে গিয়ে আমি ভুল করেছিলাম। শুধু মহারাষ্ট্র নয়, সমগ্র ভারতের উন্নয়নে প্রত্যেকেরই বিশেষ অবদান রয়েছে।’

প্রসঙ্গত, শুক্রবার একটি কর্মসূচিতে রাজ্যপাল কোশিয়ারি বলেছিলেন, ‘‘গুজরাতি এবং রাজস্থানিরা চলে গেলে মুম্বই আর দেশের বাণিজ্যিক রাজধানী থাকবে না।’’ তাঁর দাবি ছিল, গুজরাতি এবং রাজস্থানি (মারওয়াড়ি) ব্যবসায়ীরা মুম্বই ছাড়লে অর্থসঙ্কটে পড়বে মহারাষ্ট্র।

রাজ্যপালের মন্তব্যের পরেই নতুন করে বিতর্ক শুরু হয়। উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউথ বলেন, ‘‘রাজ্যপাল মরাঠি ভাবাবেগকে আঘাত করেছেন। একই অভিযোগ তোলে এনসিপিএবং কংগ্রেসও। প্রয়াত বালাসাহেব ঠাকরের জমানা থেকেই মুম্বইয়ে গুজরাতি এবং রাজস্থানি (মারওয়াড়ি) ব্যবসায়ীদের ‘আর্থিক আগ্রাসনের’ বিরুদ্ধে সরব শিবসেনা। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডের প্রাক্তন বিজেপি নেতা কোশিয়ারির মন্তব্য ঘিরে ক্রমশ মরাঠা রাজনীতিতে ‘জল ঘোলা হতে’ শুরু করায় তিনি মন্তব্য প্রত্যাহার করলেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE