Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কমিকসের পাতায় মহাত্মার জীবনী

মহাত্মা গাঁধী এ বার কমিকসের পাতায়। আমদাবাদের প্রকাশনা সংস্থা নবজীবন ট্রাস্টের হাতে ধরে ফের বইয়ের পাতায় উঠে আসছেন মহাত্মা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ০০:০৩
Share: Save:

মহাত্মা গাঁধী এ বার কমিকসের পাতায়। আমদাবাদের প্রকাশনা সংস্থা নবজীবন ট্রাস্টের হাতে ধরে ফের বইয়ের পাতায় উঠে আসছেন মহাত্মা।

১৯২৯ সালে পরাধীন ভারতে এই প্রকাশনা সংস্থা শুরু করেছিলেন গাঁধী স্বয়ং। উদ্দেশ্যে ছিল, শান্তিপূর্ণ উপায় দেশের শিক্ষিত নাগরিকের মধ্যে স্বরাজের মূলমন্ত্র প্রচার করা। প্রায় ৮৬ বছর পরে সেই প্রকাশনা সংস্থাই ফিরিয়ে আনছে মহাত্মাকে। বইয়ের পাতায় এর আগেও বহু বার উঠে এসেছেন মহাত্মা। তবে কমবয়সীদের আকৃষ্ট করতে এ বার কমিকসের আকারে তা প্রকাশ করবে নবজীবন।

এখনও পর্যন্ত ইংরেজি, গুজরাতি, হিন্দি-সহ বিভিন্ন ভাষায় প্রায় আটশো বই প্রকাশ করেছে ওই প্রকাশনা সংস্থা। সংস্থার ডিজিটাল ও প্রিন্ট পাবলিশিং কলসালটেন্ট অপূর্ব আশার বলেছেন, “অমরচিত্র কথার মতোই কমিকসের আকারে এই বইটি বের করা হবে। কমবয়সীরা যাতে সহজেই পড়তে পারে সে কথা মাথায় রেখেই বেশ সাবলীল করা হয়েছে এর লেখনি।” তবে অন্যান্য কমিকসের থেকে এই বইয়ের তফাৎ হল, সংলাপ হিসেবে এতে মহাত্মার বাণীকেই হুবহু রাখা হয়েছে।

গত এক বছর ধরেই ওই প্রকাশনা সংস্থাটি এই প্রকল্পের উপরে কাজ করছে। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে ছবি থেকে শুরু করে স্টোরিলাইন-সহ কমিকসের বইয়ের যাবতীয় খুঁটিনাটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থা। আগামী ২ অক্টোবর গাঁধী জয়ন্তীতে এই কমিকস বইটি প্রকাশের চেষ্টা করা হবে বলে সংস্থা সূত্রে খবর।

আরও দেখুন

৫০,০০০ টাকা বাজেট হলেই ঘুরে আসতে পারেন এই দেশগুলোয়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

comics book Mahatma Gandhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE