আট বছর আগে মহাত্মা গান্ধীর পৌত্র গোপালকৃষ্ণ গান্ধী উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের হয়ে এনডিএ-র বেঙ্কাইয়া নাইডুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ বার উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী নিয়ে আলোচনায় মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীর নাম উঠে এল। তাঁর সঙ্গে তামিলনাড়ুর বিজ্ঞানী মাইলস্বামী আন্নাদুরাইয়ের নামও আলোচনায় রয়েছে।
সোমবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাড়িতে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বিরোধী শিবিরের বৈঠক বসে। ডিএমকে-র তরফ থেকে ইসরো-র প্রাক্তন বিজ্ঞানী আন্নাদুরাইয়ের নাম প্রস্তাব করা হয়। যুক্তি ছিল, সঙ্ঘ পরিবার থেকে উঠে আসা তামিলনাড়ুর বিজেপি নেতা সি পি রাধাকৃষ্ণনকে প্রার্থী করছে এনডিএ। সে ক্ষেত্রে ইন্ডিয়া মঞ্চও তামিল প্রার্থী দিক। সূত্রের খবর, কংগ্রেস ও তৃণমূল এই ‘তামিল বনাম তামিল’ লড়াইয়ের বিপক্ষে মত দেয়। দু’দলের যুক্তি, এতে বিরোধীদের দুর্বলতা প্রকাশ পাবে। এনসিপি-র প্রধান শরদ পওয়ার তখন তুষার গান্ধীর নাম প্রস্তাব করেন।
বিরোধীরা সকলেই একমত ছিলেন, প্রধান রাজনৈতিক দলের বাইরে এমন কাউকে প্রার্থী করতে হবে, যিনি দেশের ধর্মনিরপেক্ষ ও সাংবিধানিক মূল্যবোধের প্রতীক। লোকসভা, রাজ্যসভা মিলিয়ে সাংসদদের ভোটে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী জিততে পারবেন না। কিন্তু মতাদর্শগত ভাবে সঙ্ঘের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিতে হবে। মহাত্মা গান্ধীর পুত্র মণিলাল গান্ধীর ছেলে অরুণ গান্ধী। তাঁর ছেলে তুষার লেখক, সমাজকর্মী। দু’দিন আগেই তিনি আরএসএস শিক্ষা প্রতিষ্ঠানগুলি করায়ত্ত করতে চাইছে বলে সরব হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে মোদী সরকারের নিযুক্ত রাজ্যপালদের ভূমিকারও সমালোচনা করেছেন।
এ দিনের বৈঠকে ডেরেক ও’ব্রায়েন, কানিমোঝি, সঞ্জয় রাউত, রামগোপাল যাদব, এম এ বেবির মতো নেতারা হাজির ছিলেন। ঠিক হয়, খড়্গে নিজে মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন, অখিলেশ যাদবদের সঙ্গে কথা বলবেন। মঙ্গলবার দুপুরেএ নিয়ে ফের বৈঠক হবে। তার পরে নাম চূড়ান্ত হবে। বিরোধীদের একাংশের মত ছিল, বিজেপি তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণের এই রাজ্য থেকে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী বেছে ইন্ডিয়া মঞ্চের শরিক ডিএমকে-কে অসুবিধায় ফেলতে চাইছে। একই ভাবে বিজেপির দুই প্রধান শরিক জেডিইউ ও তেলুগু দেশম শাসিত বিহার বা অন্ধ্র থেকে কাউকে প্রার্থী করা যেতে পারে। অন্ধ্র থেকে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির নামও আলোচনায় এসেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)