কংগ্রেস নেতা অধীর চৌধুরীর ‘রাষ্ট্রপত্নী’ মন্তব্য নিয়ে সরগরম সংসদ। এই নিয়ে লোকসভায় বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। স্মৃতি ইরানির ব্যবহারে রুষ্ট সনিয়া তাঁর উদ্দেশে ধমক দিয়ে বলেন, “আমার সঙ্গে কথা বোলো না।” পাল্টা বিজেপি সনিয়ার বিরুদ্ধে আগ্রাসন দেখানোর অভিযোগ এনেছে। এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়ার দাবি, সনিয়া বিজেপি সাংসদদের প্রতি আক্রমণাত্মক আচরণ করেছেন বলে বিজেপি যে অভিযোগ করছে, তা ডাহা মিথ্যা।
ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী হিসাবে মহুয়া জানিয়েছেন, বিজেপি সাংসদরা সনিয়াকে হায়নার মতো ঘিরে ধরেছিলেন। মহুয়া বিদ্রুপের সুরে প্রশ্ন তুলেছেন, একজন ৭৫ বছর বয়সী অসুস্থ মহিলা মাস্ক পরে কীভাবে অন্যদের আক্রমণ করবেন?
প্রসঙ্গত, তুমুল বিক্ষোভে লোকসভা মুলতুবি হয়ে যাওয়ার পর সনিয়া বিজেপি সাংসদ রমা দেবীকে কিছু বলতে যাচ্ছিলেন। সেই সময় স্মৃতি ইরানির একটি মন্তব্যে রুষ্ট হন সনিয়া। মহুয়ার দাবি, তিনি এবং এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে সনিয়াকে ঘটনাস্থল থেকে সরিয়ে আনেন।