Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

মোদীর আগে রজনীকান্তের সঙ্গে দেখা করতে চান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ভারতে এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী। কিন্তু এ দেশে পা রেখেই তাঁরা তাঁদের সিনেমাপ্রীতির প্রমাণ দিলেন। তাই ভারতে পা রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, প্রথমে দেখা করতে চাইলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে।

সস্ত্রীক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব রাজাক। ছবি: সংগৃহীত।

সস্ত্রীক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব রাজাক। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ১১:২৭
Share: Save:

ভারতে এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী। কিন্তু এ দেশে পা রেখেই তাঁরা তাঁদের সিনেমাপ্রীতির প্রমাণ দিলেন। তাই ভারতে পা রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, প্রথমে দেখা করতে চাইলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে।

বৃহস্পতিবার ভারতে এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো শ্রী মহম্মদ নজিব বিন তুন আবদুল রাজাক এবং তাঁর স্ত্রী দাতিন পাদুকা শেরি রোসমাহ মনসুর। ভারতে এসে এই হাইপ্রোফাইল অতিথিদের প্রথম আবদার, তাঁরা দেখা করবেন তামিল সুপারস্টার রজনীকান্তের সঙ্গে। এই দম্পতির রজনীপ্রেম সাম্প্রতিক রজনীকান্তের ছবি ‘কাবালি’ দেখার পরেই। তামিল সুপারস্টারের এই ছবিটির পুরো শুটিংটাই হয়েছে মালয়েশিয়াতে। জানা গিয়েছে, নিজেদের সফরসূচির মধ্যে থেকে কিছুটা সময় তাঁরা বাঁচিয়ে রেখেছেন প্রিয় তারকার সঙ্গে দেখা করার জন্য।

আরও পড়ুন: তারকাদের অন্দরমহল

‘কাবালি’ ছবিতে রজনীকান্ত।

রজনীকান্তের জনপ্রিয়তা যে শুধু এ দেশে সীমাবদ্ধ নয়, তা আরও একবার প্রমাণিত হল। যখন তাবড় তাবড় বিশ্বনেতারা মোদীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মুখিয়ে, সে সময় রাজাকের রজনীপ্রীতি প্রমাণ দিল যে এ দেশের সিনেমা নিয়েও বিদেশে কৌতুহল ঠিক কতটা। রজনী প্রেমে শুধু মালয়েশিয়ার সস্ত্রীক প্রধানমন্ত্রী নয়, ঘায়েল মালয়েশিয়ার পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী দাতুক শেরি মহম্মদ নাজরি আবদুল আজিজও। সম্প্রতি সে দেশে বাজেট পেশের সময় দাতুক রজনীকান্তের একটি ছবির সংলাপও বলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Najib Razak Rajnikanth Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE