রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনার সঙ্গে নৈশভোজ সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি ভবনের দ্বারকা হলে এই নৈশভোজ চলার ফাঁকে দু’ই নেত্রীর বৈঠক হওয়ারও কথা। বৈঠকে তিস্তা জলবন্টন চুক্তি নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।
দিল্লি পৌঁছনোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে আগ্রহী তিনি। ওই দিন এক প্রশ্নের উত্তরে তিনি জানান, শনিবার রাতেই মমতার সঙ্গে কথা বলবেন। একান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথায় তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছিলেন। সেই অনুযায়ী এ দিন সকালে হাসিনার তরফে বাংলাদেশের এক সরকারি কর্তা দিল্লির সাউথ অ্যাভিনিউতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান। হাসিনা যে তাঁর সঙ্গে কথা বলতে আগ্রহী তা জানিয়ে আসেন।
আরও পড়ুন: মমতাকে সঙ্গে নিয়ে তিস্তা সমাধান শীঘ্রই, হাসিনাকে কথা দিলেন মোদী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এ দিন সারা দিন ধরেই ভারত, বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাজির ছিলেন। তখনও এই নিয়ে বেশ কিছু কথা হয়েছে বলে জানা যায়।
সূত্রের খবর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল মমতার সঙ্গে দেখা করতে সাউথ অ্যাভিনিউতে গিয়েছিলেন আজ সন্ধেয়।