Advertisement
E-Paper

ছোবল খেয়ে বিষাক্ত সাপ নিয়ে হাসপাতালে রিকশাচালক! জ্যাকেট থেকে বার করতেই ছড়াল আতঙ্ক, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। ক্যামেরার দিকে তাকিয়ে সাপের ছোবল দেওয়ার জায়গা দেখান তিনি। এর পর জ্যাকেটের চেন খুলে বার করে আনেন বিষাক্ত সাপটিকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১০:১২
Video shows man pulls out venomous snake from Jacket in Mathura hospital, creates panic

জ্যাকেট থেকে সাপ বার করছেন রিকশাচালক। ছবি: এক্স থেকে নেওয়া।

তর্জনীতে সাপ কামড়িয়েছে। বিষাক্ত সেই সাপকে জ্যাকেটের মধ্যে পুরেই হাসপাতালে পৌঁছোলেন যুবক। চিকিৎসায় দেরি হওয়ায় ক্ষোভপ্রকাশও করলেন। এমনকি সাপটিকে জ্যাকেট থেকে বার করেও দেখান তিনি। সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় হাসপাতাল চত্বরে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাপের ছোবল খাওয়া ওই যুবকের নাম দীপক। ৩৯ বছর বয়সি দীপক পেশায় ই-রিকশা চালক। সোমবার বাঁ হাতের তর্জনীতে একটি বিষাক্ত সাপের ছোবল খান তিনি। জরুরি চিকিৎসার জন্য সাপটিকে জ্যাকেটে পুরে মথুরা জেলা হাসপাতালে যান তিনি। সেখানেই ওই দৃশ্য দেখা যায়।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। ক্যামেরার দিকে তাকিয়ে সাপের ছোবল দেওয়ার জায়গা দেখান তিনি। এর পর জ্যাকেটের চেন খুলে বার করে আনেন বিষাক্ত সাপটিকে। চিকিৎসায় দেরি হওয়ার কারণে এর পর চেঁচামেচিও করতে দেখা যায় তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, দীপক হাসপাতালের বাইরে ১.৫ ফুট লম্বা সাপটিকে জ্যাকেট থেকে বার করতেই হাসপাতাল চত্বর জুড়ে হইচই পড়ে যায়। চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন রোগী এবং তাঁদের আত্মীয়-পরিজনেরা। সাপটি দেখার পর তৎক্ষণাৎ পদক্ষেপ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপারিন্টেনডেন্ট নীরজ আগরওয়াল জানিয়েছেন, ওই ব্যক্তিকে সাপটিকে বাইরে ছেড়ে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। সাপের প্রজাতি শনাক্ত করা গেলে চিকিৎসার ক্ষেত্রে কার্যকর হলেও জনবহুল জায়গায় বিষাক্ত সাপ নিয়ে প্রবেশ করা অপ্রয়োজনীয় এবং বিপজ্জনক বলেও মন্তব্য করেছেন তিনি।

ঘটনার ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

Viral Video Snake Viral Video Mathura
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy