টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মমতা লেখেন, ‘সাইরাস মিস্ত্রির অকাল প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত।’
রবিবার দুপুর সোয়া ৩টে নাগাদ মহারাষ্ট্রের পালঘরের কাছে টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান ৫৪ বছর বয়সি সাইরাসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। একটি মার্সিডিজ গাড়িতে গুজরাতের আমদাবাদ থেকে মুম্বইয়ে ফিরছিলেন সাইরাস। পথে একটি নদীর সেতুর উপর তাঁর গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় পাওয়া যায় সাইরাসকে। তাঁর গাড়িতে থাকা দুই সওয়ারিও জখম হন। পরে আরও এক জনের মৃত্যু হয়।
টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘সাইরাস মিস্ত্রির অকাল প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, তারা যেন এই বড় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি পান। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে সাইরাসের আত্মীয়দের সমবেদনা জানিয়েছেন তিনি। কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লাও সাইরাসের মৃত্যুতে শোক জ্ঞাপন করে বলেন, ‘‘সমস্ত মৃত্যুই বেদনার। তবে কিছু কিছু মৃত্যু বড্ড অসময়ে আসে। সাইরাসের মৃত্যুও তেমন।’’ সাইরাসের মৃত্যুকে শোক জ্ঞাপন করেছেন মহারাষ্ট্রের বিরোধীদল ন্যাশনাল কংগ্রেস পার্টির নেত্রী সুপ্রিয়া সুলেও। তিনি টুইটারে লেখেন, ‘সাইরাস আমার ভাই, তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো।’
সাইরাসের মৃত্যুতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। রাজ্য পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস টুইটে লিখেছেন, ‘আমি ডিজিপির সঙ্গে কথা হয়েছে। তদন্ত করতে বলেছি।’