শ্রী ্শ্রী রবি শঙ্করের আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব নিয়ে বিতর্কে সরগরম গোটা দেশ।
এর মধ্যেই তিনি জানালেন, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত নভেম্বরে নাকি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব আয়োজনের অনুরোধ জানিয়ে ছিলেন। কিন্তু সে সময় তাঁর হাতে যথেষ্ট সময় না থাকায় রাখা হয়নি মমতার অনুরোধ। দাবি করেছেন শ্রী শ্রী রবি শঙ্কর।
১১ মার্চ থেকে নয়াদিল্লিতে শুরু হওয়ার কথা ওই আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব। চলবে তিন দিন। শুরু থেকেই অনুষ্ঠানটি ঘিরে প্রচারের খামতি ছিল না। গোটা দিল্লির রাস্তায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে বিশাল বিশাল হোর্ডিং। দিল্লিগামী সব ট্রেনেই উপচে পড়া ভিড়। সকলেই যাচ্ছেন রবি শঙ্করের অনুষ্ঠানে যোগ দিতে।