নেশার জন্য পরিবারের কাছে টাকা চেয়েছিলেন যুবক। অভিযোগ, টাকা না মেলায় ঠাকুমা, বাবা-মাকে কুপিয়েছেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বৃদ্ধার। অভিযুক্তের বাবা-মা এখন হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। মহারাষ্ট্রের বিড় জেলার ঘটনা। আরবাজ় রমজ়ান কুরেশি নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুরেশি আঠা শুঁকে নেশা করতেন। নেশার জন্য পরিবারের কাছে টাকা চেয়েছিলেন। পরিবারের সদস্যেরা দিতে অস্বীকার করলে রেগে যান যুবক। তার পরে ছুরি দিয়ে কোপাতে থাকেন, ঠাকুমা, বাবা-মাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিযুক্তের ঠাকুমা জ়ুবেদা কুরেশির। তাঁর বাবা-মা অম্বাজোগাইয়ের সরকারি হাসপাতালে ভর্তি।
অনেক যুবক, কিশোরের মধ্যে আঠা, রঙের থিনার শুঁকে নেশা করার প্রবণতা রয়েছে। এগুলিতে থাকে টলুয়িন, যা মস্তিষ্কের কোষে মিশে যায়। দীর্ঘ দিন এই গন্ধ শুঁকলে কিডনি, লিভার বিকল হতে পারে। স্নায়ুতে প্রভাব পড়তে পারে। এমনকি, শ্রবণশক্তি হারাতে পারেন আসক্ত ব্যক্তি।