ভিন্জাতের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তরুণীর। পরিবার আপত্তি জানিয়েছিল। তরুণীকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, এই সম্পর্ক থেকে বেরিয়ে না এলে ভয়ানক পরিণতি হবে। তার পরই দেহ উদ্ধার হল তরুণীর। খুনের অভিযোগ উঠেছে তাঁর বাবার বিরুদ্ধেই। ঘটনাটি কর্নাটকের কালবুর্গির।
বৃহস্পতিবার তরুণীর মৃত্যু হয়। যদিও সেটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর পরিবারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, অনেক দিন ধরেই প্রতিবেশী যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তরুণীর। সম্প্রতি তরুণীর বাড়ির লোক ঘটনাটি জানতে পারে। অভিযোগ, তার পর থেকেই সেই সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য তরুণীর উপর চাপ সৃষ্টি করছিল তাঁর পরিবার।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, পরিবারের আপত্তি সত্ত্বেও তরুণী ওই সম্পর্ক ভাঙতে চাননি। আর তা নিয়ে প্রায় দিনই অশান্তি হতে থাকে। এক প্রতিবেশীর দাবি, বৃহস্পতিবার হঠাৎই তাঁরা জানতে পারেন তরুণীর মৃত্যু হয়েছে। তাঁর পরিবার দাবি করে, কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। তার পরই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। কিন্তু তরুণীর এক আত্মীয়ের সন্দেহ হওয়ায় তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে খবর, তরুণীকে কীটনাশক খাইয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। তার পর বিষয়টিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে তরুণীর পরিবার। এই ঘটনায় তরুণীর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।