পথকুকুরদের নিয়ে দেশ জুড়ে বিতর্কের আবহে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে কুকুরকে রাস্তায় খাওয়ানোর ‘অপরাধে’ এক মহিলার উপর চড়াও হলেন এক যুবক। তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতের ঘটনা।
পুলিশ সূত্রে খবর, আক্রান্ত মহিলার নাম ইয়াশিকা শুক্ল। তিনি গাজ়িয়াবাদের বাসিন্দা। তাঁর অভিযোগ, শুক্রবার রাতে নির্ধারিত জায়গাতেই পথকুকুরদের খেতে দিচ্ছিলেন। সেই সময় বিজয়নগরের একটি আবাসন থেকে এক যুবক বেরিয়ে আসেন। রাস্তায় কেন কুকুরকে খাওয়াচ্ছেন, সেই প্রশ্ন তুলেই তরুণীর উপর চড়াও হন। তাঁকে একের পর এক চড় কষান। ৩৮ সেকেন্ডের মধ্যে আট বার চড় মারা হয়েছে বলে দাবি।
এই ঘটনার ক্যামেরাবন্দি করেন তরুণীর দিদি। তিনি যখন হামলার ভিডিয়ো করছিলেন, অভিযুক্ত যুবক শাসিয়ে বলেন, ‘‘ভিডিয়ো করুন।’’ ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণী। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম কমল খন্না। তাঁকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, দিল্লি এবং এনসিআর থেকে পথকুকুরদের সরানো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই দেশ জুড়ে বিতর্ক শুরু হয়। বিতর্কের আবহেই আগের দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ স্থগিত রেখে পথকুকুরদের বন্ধ্যাত্বকরণের উপর জোর দিয়েছে শীর্ষ আদালত। তারা জানিয়েছে, পথকুকুরদের দিল্লি-এনসিআরের রাস্তা থেকে নির্দিষ্ট আশ্রয়ে তুলে নিয়ে যাওয়া হবে। সেখানে সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণ এবং প্রতিষেধক দেওয়ার কাজ করতে হবে। তার পর আবার যেখান থেকে কুকুরদের নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ফিরিয়ে দিয়ে যেতে হবে। আরও বলা হয়েছে, যে সমস্ত কুকুর র্যাবিস আক্রান্ত বা আগ্রাসী স্বভাবের, তাদের আশ্রয়কেন্দ্রেই রেখে দিতে হবে। এ ছাড়া রাস্তায় প্রকাশ্যে কুকুরদের খাওয়ানো যাবে না বলেও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।