বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে বাবার লিভ-ইন সঙ্গী এবং দাদুকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। মারধরে জখম তাঁদের বাবা। ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের দেহাত জেলার। গ্রেফতার করা হয়েছে ওই দুই যুবককে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। বিমল নামে ৬৩ বছরের বৃদ্ধের সঙ্গে সম্পর্কে ছিলেন ৩০ বছরের খুশবু। বাবার এই সম্পর্ক মেনে নিতে পারেননি ললিত এবং তাঁর সৎভাই অক্ষত। আচমকাই বিমলের বাড়িতে গিয়ে তাঁদের মারধর শুরু করেন ললিত এবং অক্ষত।
আরও পড়ুন:
রাম প্রকাশ দ্বিবেদী নামে ৮৩ বছরের দাদুকেও মারধর করেন বলে অভিযোগ উঠেছে ওই দুই যুবকের বিরুদ্ধে। দাদু এবং বাবার লিভ-ইন সঙ্গীকে তাঁরা একাধিক বার কোপান বলে অভিযোগ। তাঁদের দু’জনেরই মৃত্যু হয়েছে। কোনও রকমে সেখান থেকে পালান বিমল। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান তাঁর দাদা। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। পরে দুই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতেরা জেরায় খুনের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।