মুম্বই থেকে পটনার বিমান ধরার কথা ছিল পীযূষ সোনি নামে এক যুবকের। কিন্তু তিনি যখন বিমানবন্দরে পৌঁছোন, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। বিমান গন্তব্যের উদ্দেশে রওনা হয়ে গিয়েছিল। তবে গুজরাত থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমান এসে দাঁড়িয়েছিল। সেই বিমানটিকে পটনাগামী বিমান ভেবে সেটির দিকে ছুটে যান পীযূষ।
এক যুবককে রানওয়ে ধরে ছুটতে দেখে হুলস্থুল পড়ে যায়। তড়িঘড়ি নিরাপত্তারক্ষীরা যুবককে ধরে ফেলেন। তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, সকাল ৯টা ৫০ মিনিটে পটনাগামী বিমানটি রওনা দেয়। কিন্তু তার কিছু পরেই বিমানবন্দরে এসে পৌঁছোন পীযূষ। তাঁর দাবি, যাত্রীদের জন্য নির্ধারিত বিমানবন্দরের বাস গুজরাত থেকে আসা বিমানের কাছে নামিয়ে দেয়। তিনি সেটিকে পটনাগামী বিমান ভেবেছিলেন। তাই রানওয়ে ধরে সেটি ধরার জন্য ছুটে যান। যদিও পীযূষের দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে পাল্টা দাবি করেছেন নিরাপত্তারক্ষীরা।
পীযূষকে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দেরিতে বিমানবন্দরে পৌঁছেছিলেন পীযূষ। গেট বন্ধ হয়ে গিয়েছিল। তার পর তিনি আপৎকালীন প্রবেশদ্বার ব্যবহার করে রানওয়েতে ঢুকে পড়েছিলেন। তার পর রানওয়ে ধরে ছুটতে শুরু করেন। পীযূষের দাবি, তিনি ভেবেছিলেন পটনাগামী বিমানটি দাঁড়িয়ে রয়েছে।