Advertisement
১১ মে ২০২৪
Rat

ইঁদুরকে নালায় ডুবিয়ে ‘খুন’ করে গ্রেফতার যুবক, ‘অপরাধ প্রমাণে’ করা হবে ময়নাতদন্ত!

পুলিশ জানিয়েছে, ইঁদুরকে জলে ডুবিয়ে মারার অভিযোগ পেয়েছে তারা। পশুদের বিরুদ্ধে নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইঁদুরের দেহও।

ইঁদুরের লেজে পাথর বেঁধে নালায় ফেলে দেওয়ার অভিযোগ। প্রতীকী ছবি।
সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ১৩:০৮
Share: Save:

কখনও শুনেছেন ইঁদুরকে মারার জন্য কারও জেল হয়েছে? তেমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। নালার জলে ডুবিয়ে ইঁদুররে মারার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উত্তরপ্রদেশের বদায়ুঁর।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেন্দ্র সিংহ নামে এক ব্যক্তি মনোজ নামে এক যুবকের বিরুদ্ধে ‘খুনের’ মামলা দায়ের করেছেন। অভিযোগ পেয়েই মনোজকে পশুদের বিরুদ্ধে নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে গ্রেফতার করেছে পুলিশ।

বিকেন্দ্রর অভিযোগ, নেশা করে একটি ইঁদুরকে নালার জলে এক বার ডোবাচ্ছিলেন, কিছু ক্ষণ রাখার পর আবার তুলে নিচ্ছিলেন ওই ব্যক্তি। একই কাজ বার বার করায় বিকেন্দ্র বিষয়টির প্রতিবাদ করেন। কিন্তু সেই প্রতিবাদে কান না দিয়ে মনোজ ফের ইঁদুরটিকে নালার জলে ডোবাতে থাকেন। ইঁদুরের উপর নিষ্ঠুর অত্যাচার সহ্য করতে না পেরে মনোজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দেন বিকেন্দ্র।

অভিযোগ, হুঁশিয়ারির পরেও কোনও রকম হেলদোল ধরা পড়েনি মনোজের মধ্যে। শুধু তাই-ই নয়, শেষমেশ ইঁদুরের লেজে পাথর বেঁধে নালার জলে ফেলে দেন মনোজ। জলে ডুবে মৃত্যু হয় ইঁদুরটির। এর পরই পুলিশের কাছে মনোজের নামে অভিযোগ দায়ের করেন বিকেন্দ্র।

পুলিশ জানিয়েছে, ইঁদুরকে জলে ডুবিয়ে মারার অভিযোগ পেয়েছে তারা। পশুদের বিরুদ্ধে নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইঁদুরের দেহও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rat Uttar Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE