দিল্লির মুখ্যমন্ত্রী রেখার গুপ্তের সরকারি বাসভবনে ঢুকে তাঁর উপর হামলার ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই আবার রেখার এক জনসভায় ঢুকে অশান্তির চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল এক জনকে।
হামলার ঘটনার দু’দিন পর শুক্রবার দিল্লির গান্ধী নগরে একটি জনসভায় গিয়েছিলেন রেখা। সেই জনসভায় এক ব্যক্তি রেখার বিরুদ্ধে স্লোগান তোলেন। অভিযোগ, অশান্তির চেষ্টা করেন। কিন্তু তার আগেই ওই ব্যক্তিকে ধরে ফেলে পুলিশ। তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি মহিলার পোশাক পরে এসেছিলেন। ঘটনাচক্রে, রেখার উপর হামলার পর নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় দিল্লি পুলিশকে। তার পরই দিল্লির পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার।
কিন্তু শুক্রবারের এই ঘটনায় আবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। বস্ত্র ব্যবসায়ীদের নিয়ে একটি জনসভা করছিলেন মুখ্যমন্ত্রী। সভা চলাকালীন আচমকাই এক ব্যক্তি ব্যবসায়ীদের সঙ্গে বচসা জুড়ে দেন। তার পর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তোলেন। এই ঘটনায় হুলস্থুল পড়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ এসে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যায়। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। প্রসঙ্গত, গত বুধবার সকালে সরকারি বাসভবনে ‘জনশুনানি’র সময় গুজরাতের রাজকোট থেকে আসা এক যুবক মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান। তাঁকে গালিগালাজ করেন বলে অভিযোগ। তার পরই মুখ্যমন্ত্রীর উপর চড়াও হন। অভিযুক্ত যুবক সাকারিয়া রাজেশভাই খিমজিভাইকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জেরা করে এক বন্ধুরও খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, রাজেশভাইকে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন তাঁর বন্ধু। তাঁকে আটক করা হয়েছে।