পুত্রবধূর নামে সম্পত্তি লিখে দিতে চেয়েছিলেন। তার আগেই বৃদ্ধকে পিটিয়ে খুন করলেন দুই পুত্র। মারধর করলেন দাদাকেও। মায়ের অভিযোগের ভিত্তিতে দুই পুত্রের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই তাঁরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার বাসিন্দা ৬০ বছরের দুর্গা প্রসাদের মৃত্যু হয়েছে গত শুক্রবার। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধের তিন পুত্র— জ্ঞান প্রসাদ, বীরেন্দ্র প্রসাদ এবং বিমলেশ প্রসাদ। সম্প্রতি নিজের সম্পত্তির ভাগ বাঁটোয়ারা করতে আগ্রহী হয়ে উঠেছিলেন বৃদ্ধ। বীরেন্দ্র এবং বিমলেশকে সম্পত্তির ভাগ দেওয়ার ইচ্ছা তাঁর ছিল না। পরিবর্তে তিনি সম্পত্তি লিখে দিতে চেয়েছিলেন পুত্রবধূর নামে। এই খবর জানতে পেরেই দুই ভাই বাবার উপর চড়াও হন। লাঠি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।
বাবাকে মার খেতে দেখে বাধা দিতে গিয়েছিলেন জ্যেষ্ঠপুত্র জ্ঞান। তাঁকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। বৃদ্ধকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। শুক্রবার রাতে বাবাকে মারধরের পর বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন দুই অভিযুক্ত। মা নিজে থানায় গিয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।