Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Tamilnadu

Bizarre: দোকানের সামনে রাখা ছিল বাইক, গাড়িসমেতই রাস্তা ঢালাই করে দিল পুরনিগম!

শিবার অভিযোগ, রাস্তা সারাইয়ের আগে তাঁকে কোনও খবর দেওয়া হয়নি। যদি আগে জানতেন, তা হলে মোটরসাইকেল অন্য কোথাও রেখে দিতেন।

বাইকের চাকাসমেত ঢালাই করে দেওয়া হল রাস্তা। ছবি সৌজন্য ইন্ডিয়া টুডে।

বাইকের চাকাসমেত ঢালাই করে দেওয়া হল রাস্তা। ছবি সৌজন্য ইন্ডিয়া টুডে।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ১৫:০৫
Share: Save:

দোকানের সামনে রাস্তায় মোটরসাইকেল দাঁড় করিয়ে রেখেছিলেন এক ব্যক্তি। সেই মোটরসাইকেল সমেতই ঢালাই করে দেওয়া হল রাস্তা! ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভেলোরে।

ভেলোরের কালিগাম্বাল স্ট্রিটের বাসিন্দা শিবা সোমবার তাঁর মোটরসাইকেল নিজেরই দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে বাড়ি চলে গিয়েছিলেন। পর দিন সকালে দোকান খুলতে গিয়ে দেখেন তাঁর গাড়িটি যথাস্থানে রয়েছে ঠিকই, কিন্তু সেটির চাকাসমেত রাস্তা ঢালাই করে দেওয়া হয়েছে।

সকালে এমন দৃশ্য দেখে চমকে উঠেছিলেন শিবা মুরুগান। তাঁর ভাই যুবরাজের দাবি, সোমবার রাত ১১টা পর্যন্ত দোকানে ছিলেন তিনি। যত ক্ষণ ছিলেন, তত ক্ষণ পর্যন্ত ভেলোর পুরসভার কোনও কর্মীই রাস্তার কাজ করতে আসেননি। রাতেই এই ঢালাইয়ের কাজ হয়েছে বলে দাবি যুবরাজের।

শিবার অভিযোগ, রাস্তা সারাইয়ের আগে তাঁকে কোনও খবর দেওয়া হয়নি। যদি আগে জানতেন, তা হলে মোটরসাইকেল অন্য কোথাও রেখে দিতেন। তাঁর কথায়, “তাড়াহুড়োয় কাজ করার নমুনা এটি। ঠিকাদারকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনও উত্তর দেননি।”

ভেলোর পুরনিগমের কমিশনার অশোক কুমার এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন, “এই ধরনের ঘটনার কথা শুনে খুবই অবাক হয়েছি। এই ধরনের কাজই পুরনিগমের বদনাম করে। কোনও ভাবেই এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না। পুরনিগমের তরফে এই রাস্তা ঢালাইয়ের কোনও নির্দেশও দেওয়া হয়নি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tamilnadu Bike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE