হরিয়ানা থেকে উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে গিয়েছিলেন ৩০ বছরের যুবক। ওসেস্টারে তাঁকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। বিজয়কুমার শেওরান নামে ওই যুবক হরিয়ানার চরখি দাদরির বাসিন্দা। ভারতীয় শুল্ক বিভাগে চাকরি করতেন তিনি। কেন্দ্রীয় সরকারের সেই চাকরি ছেড়ে বিদেশে পড়তে গিয়েছিলেন।
ব্রিটিশ পুলিশ বিজয়ের মৃত্যু নিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি। নিহতের পরিবারের দাবি, হরিয়ানার কেউ তাঁকে খুন করেছেন। বিদেশ থেকে তাঁর দেহ ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন সদস্যেরা। বিদেশ মন্ত্রকেরও দ্বারস্থ হয়েছেন তাঁরা। ভাইয়ের দেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রককে চিঠি দিয়েছেন বিজয়ের দাদা রবি কুমার।
রবি চিঠিতে জানিয়েছেন, শেষকৃত্যের জন্য বিজয়ের দেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া জটিল। সেটা তাঁদের একার পক্ষে করা সম্ভব নয়। সে কারণে লন্ডনে ভারতীয় হাই কমিশনেরও সাহায্য চেয়েছেন তিনি। সাহায্য চেয়ে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টরকে।
বিজয় শুল্ক বিভাগে চাকরি করতেন। চাকরি ছেড়ে পড়তে যাওয়ার আগে কোচিতে নিযুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দেহ ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন চরখি দাদরির বিধায়ক সুনীল সৎপাল সঙ্গোয়ান।