দুই সন্তান প্রতিবন্ধী। তার উপর দিনকয়েক আগেই ছেড়ে চলে গিয়েছেন স্ত্রী। একা দুই সন্তানের দায়িত্ব নিতে না-পেরে শেষমেশ দু’জনকেই বিষ খাইয়ে খুন করলেন বাবা। তার পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন নিজেও।
শনিবার কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম সুনীল ভাকারে (৫৬)। দমনের সিলভাসার সামারাবর্নি এলাকায় পরিবারের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। ১৮ এবং ১০ বছর বয়সি দুই ছেলে ছিল তাঁর। বড় ছেলে জয় এবং ছোট ছেলে আর্য দু’জনেই ছিলেন প্রতিবন্ধী। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি সুনীলের স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। তার পর থেকেই ভেঙে পড়েছিলেন সুনীল। একা দুই প্রতিবন্ধী সন্তানের দেখাশোনাও করতে পারছিলেন না। শেষমেশ শুক্রবার রাতে দুই সন্তানকে প্রথমে বিষ খাইয়ে এবং পরে শ্বাসরোধ করে খুন করেন সুনীল। তার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন নিজেও।
আরও পড়ুন:
সিলভাসা থানার সাব-ইনস্পেক্টর অনিল টিকে সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘‘শুক্রবার সন্ধ্যায় সামারাবর্নি এলাকায় নিজের ভাড়া বাড়িতে আত্মহত্যা করেছেন ওই যুবক। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই যুবক প্রথমে দুই সন্তানকে বিষ খাওয়ান, তার পর শ্বাসরোধ করে তাদের খুন করেন।’’ আরও জানা গিয়েছে, ওই পরিবার আগে মুম্বইয়ের কাছে রায়গড় এলাকায় থাকত। গত প্রায় দুই দশক ধরে সিলভাসায় বসবাস করছিল তারা। একসঙ্গে তিন মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।