Advertisement
E-Paper

ফের অনলাইন টোপ, ৫ কোটির লোভে দেড় কোটি খোয়ালেন দম্পতি

বিজ্ঞানী মারা যাওয়ার পর ফের ফোন আসে। তখন তাঁর স্ত্রী ফোন ধরলে তাঁকে জানানো হয় তাঁর স্বামী লটারিটি জিতেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৭ ১৮:৪২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এই ক্যুইজ জিতলেই ৫ কোটি টাকা জিতবেন! আর সেটা পৌঁছে যাবে ব্যাঙ্ক অক্যাকাউন্টে। এমনই একটি মেসেজ পেয়েছিলেন বেঙ্গালুরুর এক কৃষিবিজ্ঞানী।

টাকার অঙ্কটা দেখে নিজেকে সামলাতে পারেননি তিনি। নাম এন্ট্রি করে দেন অনলাইন ক্যুইজটি খেলার জন্য। নাম এন্ট্রি করার ঠিক পর দিন একটা ফোন আসে বিজ্ঞানীর মোবাইলে। ফোনের অপর প্রান্ত থেকে এক পুরুষ কণ্ঠ ভেসে আসে। নিজেকে ইংল্যান্ডের একটি তেল সংস্থার কর্মী হিসাবে পরিচয় দেন। সেই সঙ্গে জানান, তাঁদের এই সংস্থাটিই অনলাইন ক্যুইজের আয়োজন করেছে। জিতলে নিজেই বাড়ি বয়ে ৫ কোটি টাকা দিয়ে যাবেন। খপ করে টোপটাও গিলে ফেলেছিলেন বিজ্ঞানী।

আরও পড়ুন: গণধর্ষণের পর চার তলা থেকে ছুঁড়ে ফেলা হল কিশোরীকে

ঘটনার মোড় এখান থেকেই শুরু। এর পর ওই ব্যক্তি ফের বিজ্ঞানীকে ফোন করে জানান, ক্যুইজটি খেলার জন্য তাঁকে এন্ট্রি ফি দিতে হবে। তবে কোনও আইনি জটিলতায় যাতে পড়তে না হয় এমন ভাবেই টাকাটা পাঠাতে বলেন ওই ব্যক্তি। তখনও বোধোদয় হয়নি বিজ্ঞানীর, কী ঘটতে চলেছে তাঁর সঙ্গে! তিনি যে জোচ্চোরদের ফাঁদে পা দিয়ে ফেলেছেন ঘুণাক্ষরেও টের পাননি। ওই ব্যক্তির কথামতো বিজ্ঞানী তাঁর একটা বিশাল অঙ্কের টাকা অনলাইনে পাঠান। এ ভাবে পর পর কয়েক বার টাকা পাঠাতে বলা হয়। আর বিজ্ঞানী তাঁর সমস্ত সেভিংস এবং জীবনবিমা থেকে ঋণ নিয়ে সেই টাকা পাঠান। এর মধ্যেই ওই বিজ্ঞানী মারা যান। সাল ২০১৪।

বিজ্ঞানী মারা যাওয়ার পর ফের ফোন আসে। তখন তাঁর স্ত্রী ফোন ধরলে তাঁকে জানানো হয় তাঁর স্বামী লটারিটি জিতেছে। তিনি তাঁর তরফে সেই টাকাটা দাবি করতে পারেন। বিজ্ঞানীর স্ত্রী পুলিশকে জানান, ফোনের অপর প্রান্তে যে ব্যক্তি ছিলেন, তিনি নিজেকে হাওয়ার্ড জেরি হিসাবে পরিচয় দিয়েছিলেন। এবং তাঁর ঠিকানা দিল্লিতে। এখানেই শেষ নয়, ওই ব্যক্তির ফাঁদে ঠিক একই ভাবে পা দেন বিজ্ঞানীর স্ত্রী। তিনিও জীবনের শেষ সঞ্চয়টুকু তুলে দেন জোচ্চোরদের হাতে। সব সঞ্চয়, সম্বল দেওয়ার পরেও যখন ৫ কোটির দেখা মিলছে না বিজ্ঞানীর স্ত্রী বুঝতে পারেন জীবনের সবচেয়ে ‘বড় ভুল’ তিনি করে ফেলেছেন। যেটা আগেই করেছেন তাঁর স্বামী! অবশেষে পুলিশের দ্বারস্থ হন বিজ্ঞানীর স্ত্রী। পুরো ঘটনাটি জানিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশকে তিনি জানান, জোচ্চোরদের খপ্পরে পড়ে ১ কোটি ৩০ লক্ষ টাকা খুইয়েছেন। বেঙ্গালুরু পুলিশ গত ১১ জুলাই সাইবার ক্রাইমের অধীনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে।

Cyber Crime Online lottery লটারি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy