Advertisement
১১ মে ২০২৪
Viral News

Viral post: ফুটবলের মোজা অর্ডার দিয়ে হাতে এল ব্রেসিয়ার! তার পর...

অনলাইন শপিংয়ে বাক্স বদল নতুন ঘটনা নয়। মোবাইল ফোনের বদলে আধলা ইট বা কাঠের টুকরো এসে পৌঁছনোর ঘটনা বহু বার ঘটেছে।

নিজের পোস্টে ঠাট্টা করেই যুবক লিখেছেন, ‘আমি ঠিক করেছি ফুটবল খেলার সময় এখন থেকে ৩৪সিসি মাপের ব্রেসিয়ারটিই পরে যাব। ওটিই হবে আমার ‘স্পোর্টস ব্রা’।’

নিজের পোস্টে ঠাট্টা করেই যুবক লিখেছেন, ‘আমি ঠিক করেছি ফুটবল খেলার সময় এখন থেকে ৩৪সিসি মাপের ব্রেসিয়ারটিই পরে যাব। ওটিই হবে আমার ‘স্পোর্টস ব্রা’।’

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১১:২০
Share: Save:

নাকের বদলে নরুন হলেও কথা ছিল। কিন্তু অনলাইনে এক যুবক ফুটবলের মোজা অর্ডার করে তার বদলে হাতে পেলেন ৩৪ সিসি মাপের ব্রেসিয়ার।

টুইটারে ‘দুর্ভাগ্যের’ কথা জানিয়ে একটি পোস্ট করেছিলেন ওই যুবক। এমনকি যা অর্ডার করেছিলেন, আর যা এসে পৌঁছেছে তার ছবিও দিয়েছিলেন। যুবকের সেই পোস্টে মজাচ্ছলে অনেকে লিখেছেন, ‘আপনি তো নয় ব্রেসিয়ার পেয়েছেন। কিন্তু এক বার সেই মহিলার কথা ভাবুন যিনি বক্ষবন্ধনীর অর্ডার দিয়ে ফুটবলের মোজা পেয়েছেন। তাঁর কাছেও আপনার ক্ষমা চেয়ে নেওয়া উচিত।’

যে অনলাইন সংস্থা এই ‘বাক্স বদল’ ঘটিয়েছে টুইটার পোস্টে তাদের নামোল্লেখ করেই যুবক লেখেন, ‘অর্ডার দিয়েছিলাম ফুটবলের মোজা। বদলে এল ব্রেসিয়ার। শপিং সংস্থাটিকে জানাতে তারা বলেছে, তারা দুঃখিত। কিন্তু এ জিনিস ফেরত নেওয়া হবে না।’

এরপর নিজের পোস্টে ঠাট্টা করেই যুবক লিখেছেন, ‘আমি তাই ঠিক করেছি ফুটবল খেলার সময় এখন থেকে ৩৪সিসি মাপের ব্রেসিয়ারটিই পরে যাব। ওটিই হবে আমার ‘স্পোর্টস ব্রা’।’ যুবকের এই ঠাট্টার জবাবে এক জন লিখেছেন, ‘ব্রেসিয়ার যদি ছেলেরা পরে তবে সেটি আর ব্রেসিয়ার থাকবে না। নিঃসন্দেহে নাম বদলে ব্রো-সিয়ার হয়ে যাবে।’

অনলাইন শপিংয়ে বাক্স বদল নতুন ঘটনা নয়। মোবাইল ফোনের বদলে আধলা ইট বা কাঠের টুকরো এসে পৌঁছনোর ঘটনা বহু বার ঘটেছে। তবে এই ঘটনাটি সেই সব ঘটনাকে অনেক পিছনে ফেলে দিয়েছে বলে মনে করছেন অনেকে। তাঁদের কেউ কেউ আবার ওই যুবককে পরামর্শ দিয়েছেন, ‘আপনি বরং এ বার স্পোর্টস ব্রা অর্ডার করুন। তা হলে যদি ফুটবলের মোজা পাওয়া যায়।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral News Viral Post Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE