Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Man Saves Grandfather

সিনেমার মতো! বাইকের পিছনে অসুস্থ দাদুকে চাপিয়ে হাসপাতালের জরুরি বিভাগে যুবক

মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৪৫০ কিলোমিটার দূরে সাতনার বল্লভভাই পটেল জেলা হাসপাতালের ঘটনা। সেখানে দাঁড়িয়ে ভিডিয়ো তুলেছেন হাসপাতালের এক নিরাপত্তা কর্মী। হা

image of patient

বাইক থেকে ধরাধরি করা নামানো হচ্ছে রোগীকে। ছবি: এক্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৭
Share: Save:

এ যেন আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’। বাইক নিয়ে সোজা হাসপাতালের ভিতরে ঢুকে গেলেন যুবক। পিছনে অচেতন অবস্থায় রয়েছেন এক বৃদ্ধ। তাঁকে পিছনে বসে ধরে রয়েছেন আর এক সওয়ারি। মধ্যপ্রদেশের সাতনার একটি হাসপাতালের ঘটনা। সমাজমাধ্যমে সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৪৫০ কিলোমিটার দূরে সাতনার বল্লভভাই পটেল জেলা হাসপাতালের ঘটনা। সেখানে দাঁড়িয়ে ভিডিয়ো তুলেছেন হাসপাতালের এক নিরাপত্তা কর্মী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাইক চালাচ্ছিলেন নীরজ গুপ্ত নামে এক যুবক। তাঁর দাদু অসুস্থ হয়ে পড়েন। দাদুকে বাইকের পিছনে বসিয়ে হাসপাতালে ছোটেন তিনি। ঠিক যেমন ‘থ্রি ইডিয়টস’ ছবিতে আমির অভিনীত চরিত্র র‌্যাঞ্চো তাঁর বন্ধুর বাবাকে নিয়ে গিয়েছিলেন।

ভিডিয়োতে আরও দেখা গিয়েছে, বাইকে চেপে সোজা হাসপাতালের জরুরি বিভাগের মাঝে চলে আসেন নীরজ। দেখে বিস্মিত হন রোগীরা। হাসপাতালের এক কর্মী এবং অন্য এক জন ধরাধরি করে রোগীকে বাইক থেকে নামিয়ে নেন। এর পর বাইক নিয়ে বেরিয়ে যান নীরজ। বাইরে বাইক রেখে আবার প্রবেশ করেন হাসপাতালে। ঘটনার কথা জেনে তাঁকে তিরস্কার করেন চিকিৎসকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hospital Bike Madhya Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE