Advertisement
E-Paper

ব্রায়ান অ্যাডাম্‌সের মুম্বই কনসার্টে প্যান্টেই প্রস্রাব করে ফেললেন দর্শক, আঙুল উদ্যোক্তাদের দিকে

দর্শক জানিয়েছেন, তিনি মধুমেহ রোগে আক্রান্ত। সে দিনের ঘটনার বিবরণ দিয়ে তিনি লেখেন, “আমি ব্রায়ানের কনসার্টে (প্যান্টে) প্রস্রাব করার জন্য টাকা দিয়েছিলাম। অবাক হচ্ছেন? তবে অবাকই হন।”

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৬:০১
(বাঁ দিকে) অভিযোগকারী দর্শক শেলডন আরানজো এবং জ়োম্যাটোর কর্ণধার দীপেন্দ্র গয়াল (ডান দিকে)।

(বাঁ দিকে) অভিযোগকারী দর্শক শেলডন আরানজো এবং জ়োম্যাটোর কর্ণধার দীপেন্দ্র গয়াল (ডান দিকে)। —ফাইল চিত্র।

১০০০ জন দর্শকের জন্য মাত্র তিনটি শৌচাগার! মুম্বইয়ে ব্রায়ান অ্যাডাম্‌সের অনুষ্ঠানে গিয়ে প্যান্টেই প্রস্রাব করে ফেললেন দর্শক। মধ্যবয়সি ওই দর্শক নিজেই সমাজমাধ্যমে এই ঘটনার বিবরণ দিয়েছেন। একই সঙ্গে তিনি আয়োজক সংস্থা জ়োম্যাটোর দিকেও অভিযোগের আঙুল তুলেছেন। জ়োম্যাটোর কর্ণধার দীপেন্দ্র গয়ালকে খোলা চিঠিও লিখেছেন শেলডন আরানজো নামের ওই দর্শক।

দেশের ছ’টি শহরে কনসার্ট করতে ভারতে এসেছেন কানাডার পপতারকা গায়ক ব্রায়ান। গত ৮ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠান করেন তিনি। মুম্বইয়ে তাঁর অনুষ্ঠানটি হয় ১৩ ডিসেম্বর। মুম্বইয়ের কনসার্টটি হয়েছিল ‘বম্বে কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টার’-এ। অভিযোগ সেখানে দর্শকসংখ্যার তুলনায় শৌচাগারের সংখ্যা ছিল কম।

ওই দর্শক জানিয়েছেন, মধুমেহ রোগে আক্রান্ত তিনি। সে দিনের ঘটনার বিবরণ দিয়ে ব্যঙ্গ করে ওই দর্শক লেখেন, “আমি ব্রায়ান অ্যাডাম্‌সের কনসার্টে (প্যান্টে) প্রস্রাব করার জন্য টাকা দিয়েছিলাম। অবাক হচ্ছেন? তবে অবাকই হন।” তার পর ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে তিনি জানান, প্রথমে শৌচাগারে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু কনভেনশন সেন্টারের ঠান্ডায় তিনি প্রস্রাবের বেগ চেপে রাখতে পারেননি বলে অকপটে জানিয়েছেন। তার পর তাঁকে অন্য দিকে শৌচাগারে যেতে বলা হয়। তত ক্ষণে তিনি প্যান্টেই প্রস্রাব করে ফেলেছেন বলে জানান শেলডন।

বিদ্রুপ করে শেলডন লেখেন, “শেষমেশ আমি প্রস্রাব করতে সমর্থ হই, কিন্তু সেটা আমার প্যান্টে।” বহু দর্শক উদ্যোক্তাদের ‘অব্যবস্থা’ নিয়ে সরব হয়েছেন বলে জানান তিনি। সঙ্গে পোস্ট করেছেন ভেজা প্যান্টের ছবিও।

Bryan Adams Pee Mumbai Concert Zomato
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy