অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় তরুণীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় হুলস্থুল পড়ে যায়। শেষমেশ পুলিশের ঘেরাটোপে বিয়ে হয় ওই তরুণীর। ঘটনাটি উত্তরপ্রদেশের কৌশাম্বীর।
পুলিশ সূত্রে খবর, এলাকারই এক যুবক ওই তরুণীকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ। তরুণার বেশ কয়েকটি ব্যক্তিগত ছবি সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনায় যুবকের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। এ বার সেই যুবকের বিরুদ্ধেই তরুণীকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, তরুণীর অন্যত্র বিয়ে হয়েছে এ কথা জানার পরই তাঁকে লাগাতার হুমকি দিতে থাকেন যুবক। তরুণীর বাড়িতে গিয়েও শাসিয়ে আসেন। বিয়ের মণ্ডপ থেকে তরুণীকে তুলে নিয়ে যাবেন বলে তাঁর বাড়ির লোককে শাসানো হয় অভিযোগ। শুধু তা-ই নয়, কী ভাবে বিয়ের অনুষ্ঠান ভন্ডুল করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। আর এই ঘটনার পরই তরুণীর পরিবার আতঙ্কিত হয়ে পড়েন। তার পর তাঁরা পুলিশের দ্বারস্থ হন।
বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তরুণীর পরিবারের পাশে দাঁড়ায় পুলিশ। কৌশাম্বীর পশ্চিম শরীরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই তরুণীর বাড়িতে পুলিশের একটি দল পাঠানো হয়। পুলিশি পাহারায় বিয়ের অনুষ্ঠান পালিত হয়। তার পর কনে বিদায় করে ওই বাড়ি ছাড়েন পুলিশকর্মীরা।