ঝাড়খণ্ডের রাজধানী রাঁচীর অদূরে পাহাড়-জঙ্গলঘেরা এলাকায় যৌথবাহিনীর ‘বেড়াজালে’ পড়েছেন চার জন প্রথম সারির কমান্ডার-সহ অন্তত ৫৫ জন মাওবাদী জঙ্গি! সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, তাঁদের মাথার মোট দাম প্রায় সাড়ে আট কোটি টাকা!
প্রকাশিত খবরে দাবি, নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএ-র (পিপলস লিবারেশন গেরিলা আর্মি) শীর্ষস্তরের চার কমান্ডার মিশির বেসরা, অসীম মণ্ডল, অনলদা এবং অনুজ রয়েছেন ওই ৫৫ জঙ্গির দলে। তাঁদের প্রত্যেকের মাথার দাম এক কোটি টাকা!
ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, সিআরপিএফ-এর জঙ্গলযুদ্ধে প্রশিক্ষিত ‘কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজ়োলিউট অ্যাকশন’ (কোবরা) এবং ঝাড়খণ্ড পুলিশের মাওবাদী দমন বাহিনী ‘জাগুয়ার’ রয়েছে গত কয়েক সপ্তাহ ধরে চলা অভিযানে। আইজি (অপারেশনস) মাইকেল রাজ বলেন, ‘‘এখনও পর্যন্ত ১০ জন মাওবাদী সংঘর্ষে নিহত হয়েছেন। ১৭ জন আত্মসমর্পণ করেছেন।’’ গত কয়েক মাসের অভিযানে মাওবাদীদের বেশ কয়েকটি গোপন অস্ত্রভান্ডারের খোঁজও পেয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে, ৮,৫৯১টি কার্তুজ, ১৭৭ কেজি বিস্ফোরক এবং ১৭৯টি আইইডি এবং বিভিন্ন ধরনের মোট ১১৩টি আগ্নেয়াস্ত্র।