মণিপুর পুলিশের হাতে গ্রেফতার হল অসম রাইফেলসের কনভয়ে হামলার মূল চক্রী। ২০২১ সালে অসম রাইফেলসের কনভয়ে হামলার নেতৃত্বে ছিলেন পিপল্স লিবারেশন আর্মির (পিএলএ) এই সদস্য। সেই হামলায় এক কমান্ডিং অফিসার-সহ পাঁচ জনের মৃত্যু হয়েছিল।
পুলিশ জানিয়েছে, ধৃত পিএলএ সদস্যের নাম সগোলশাম সন্তোম্বা সিংহ। তিনি থৌবল জেলার টেংথা গ্রামের বাসিন্দা। রবিবার তাঁকে থৌবল জেলা থেকেই গ্রেফতার করে মণিপুর পুলিশ। জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) ‘ওয়ান্টেড’ তালিকাতেও রয়েছে সন্তোম্বার নাম।
পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে একটি মোবাইল, দু’টি সিম কার্ড উদ্ধার হয়েছে। পিএলএ-র এই সদস্যের মাথার দাম রাখা হয়েছিল ৬ লক্ষ টাকা। ২০২১ সালে মণিপুরের চূড়াচাঁদপুরে হামলার সঙ্গে জড়িত ছিলেন সন্তোম্বা। তাঁর খোঁজে এনআইএ এবং মণিপুর পুলিশ তল্লাশি চালাচ্ছিল। অবশেষে গোপন সূত্রে খবর পায় পুলিশ। তার পরই থৌবল জেলায় রবিবার তল্লাশি অভিযানে যায়। চার দিক থেকে ঘিরে ফেলা হয় সন্তোম্বাকে। তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়। অবশেষে গ্রেফতার করা হল পিএলএ-র এই সদস্যকে।