Advertisement
E-Paper

ছেলের ফেসবুক পোস্ট নিয়ে বিপাকে মণিপুরের উপ-মুখ্যমন্ত্রী

সরকার গড়ার দু’দিনের মধ্যেই এনপিপি ও বিজেপির মধ্যে তিক্ততা দেখা দিল। সৌজন্যে খোদ উপ মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন ডিজিপি ওয়াই জয়কুমার সিংহের পুত্র ওয়াই দেবজিৎ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ০৩:১৭

সরকার গড়ার দু’দিনের মধ্যেই এনপিপি ও বিজেপির মধ্যে তিক্ততা দেখা দিল। সৌজন্যে খোদ উপ মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন ডিজিপি ওয়াই জয়কুমার সিংহের পুত্র ওয়াই দেবজিৎ।

বাবা তথা এনপিপি নেতা জয়কুমার শপথ নেওয়ার পরেই তাঁর ছেলে দেবজিৎ ফেসবুকের কভার ছবিতে লালের মধ্যে তারকা খচিত নকশায় লেখেন- আই অ্যাম মণিপুর ডেপুটি সিএম’স সন। এমন বড়াই নিয়ে সমালোচনা ও ব্যঙ্গে দমেননি দেবজিৎ। তিনি আরও লেখেন, ‘দ্য গুড, দ্য ব্যাড, দ্য আগলি- এনপিপি, এনপিএফ, বিজেপি রেসপেক্টিভলি।’ এমন সব পোস্ট বিজেপি নেতাদের চোখে পড়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন উপ-মুখ্যমন্ত্রী বাবা।

বাধ্য হয়ে, ফেসবুকেই সকলের কাছে ছেলের হয়ে ক্ষমা চেয়ে নিয়ে জয়কুমার লেখেন, “আমার ছেলে রাজনীতি ও গণতন্ত্র নিয়ে অলীক ও অবাস্তব ধারণার শিকার। দয়া করে সকলে ওঁকে ক্ষমা করে দিন। যদি ওঁর ঔদ্ধত্য সীমা ছাড়ায়, আমায় খবর দেবেন।”

এর পর ছেলেকেও ফেসবুকেই বাবা লেখেন, “গণতন্ত্র ও রাজনীতি সম্পর্কে অপরিপক্ক জ্ঞান নিয়ে খামোকা স্ট্যাটাস আপডেট করা বন্ধ কর। তোমার চিন্তাভাবনা বেপরোয়া দৌড়োচ্ছে। তাতে রাশ টানো। আমি ভোটে জেতায় তোমার উদ্ধত হওয়ার দরকার নেই। এই জয় মানুষের। আমার পদও মানুষের দয়ার দান। আসল ক্ষমতা আম-জনতার হাতে। অন্যদের সম্মান করতে শেখ। এ ভাবে জনসমক্ষে তোমায় ফের বকতে বাধ্য কোরো না।”

অবশ্য এত কাণ্ডের পরেও সিভিল ইঞ্জিনিয়ার ও ‘মায়োল এনার্জি সার্ভিস প্রোভাইডার কোম্পানি’র মালিক দেবজিৎ মোটেই দমছেন না। বরং এ বার তিনি গর্বের সঙ্গে লিখেছেন, “গতকাল বিতর্কিত আপডেট দেওয়ায় ৮০টির বেশি বন্ধুত্বের আবেদন পেয়েছি।” আরও লেখেন, “এখন তো আমার ‘ফার্ট’ও বিতর্কিত হয়ে উঠবে।”

Jay Kumar Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy