Advertisement
০২ মে ২০২৪
ওড়িশা

মাওবাদী ও পুলিশ সংঘর্ষ, হত ৬ গ্রামবাসী

নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের গুলিযুদ্ধে ছয় সাধারণ গ্রামবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ওড়িশার কন্ধমাল জেলায় ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা ও তেরো বছরের এক কিশোর। জখম অন্তত আরও পাঁচ। ওড়িশা সরকারের তরফে ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা
ফুলবনি শেষ আপডেট: ১০ জুলাই ২০১৬ ০৩:২১
Share: Save:

নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের গুলিযুদ্ধে ছয় সাধারণ গ্রামবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ওড়িশার কন্ধমাল জেলায় ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা ও তেরো বছরের এক কিশোর। জখম অন্তত আরও পাঁচ। ওড়িশা সরকারের তরফে ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে মাওবাদীদের সন্ধানে সিআরপিএফ, এসওজি ও ডিভিএফ যৌথ অভিযান শুরু করে। তুমুদিবন্ধা ব্লকের জাকিঙ্গিয়া ও গুমুরমুহার মাঝামাঝি একটি এলাকায় যৌথ বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলিযুদ্ধ শুরু হয়। সে সময় একটি অটোরিকশা মাঝখানে এসে পড়ে। তার ফলেই ওই অটোরিকশায় সওয়ার পাঁচ গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জখমদের অবস্থা গুরুতর।

এর পরই গ্রামবাসীরা নিরাপত্তা বাহিনীকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাংবাদিক ও মানবাধিকার কর্মী রবি দাসের দাবি, গুলিযুদ্ধ চলছিল না। পুলিশই নিরীহ গ্রামবাসীদের গুলি করে মেরেছে। কন্ধমালের এসপি-সহ অভিযানের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে শাস্তির দাবি করেন রবিবাবু। পুলিশের গুলিতে নিহত ওই পাঁচ গ্রামবাসীর মৃত্যুর ক্ষতিপূরণের দাবিতে ধর্নায় বসেন স্থানীয়রা। রায়গাদা-ফুলবনি সংলগ্ন হাইওয়ে অবরোধ করে বিক্ষোভও দেখায় তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

maoist death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE