একটি মালগাড়ির ইঞ্জিনে আগুন লাগানোর পাশাপাশি রেললাইনে বিস্ফোরণও ঘটাল মাওবাদীরা। গত কাল রাতে বোকারোর গোমিয়ার কাছে ডুমরি-বিহার স্টেশন থেকে কিছুটা দূরে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় হতাহতের অবশ্য কোনও খবর নেই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত একটা নাগাদ ডুমরি-বিহার স্টেশনে মালগাড়িটি দাঁড়ায়। সেই সময় ছ’-সাত জন মাওবাদীর একটি দল মালগাড়ির ইঞ্জিনে উঠে পড়ে। ইঞ্জিন চালককে বন্দুক দেখিয়ে তারা মালগাড়িটি চালাতে বলে। পাঁচ কিলোমিটার মতো যাওয়ার পরে একটি নির্জন জায়গায় তারা মালগাড়িটিকে দাঁড় করায়। চালক ও গার্ডদের মারধর করে ইঞ্জিন থেকে নামিয়ে দেয়।
এরপরেই জঙ্গিরা ইঞ্জিনটিতে আগুন ধরিয়ে দেয়। পরে লাইনের উপর বোমা রেখে বিস্ফোরণ ঘটায়। এর ফলে রেল লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ কর্তারা নিশ্চিত, মাওবাদীরাই এই নাশকতার কাজটি করেছে। যে লাইনে ঘটনাটি ঘটেছে সেখান দিয়ে যাত্রীবাহী ট্রেন খুব কমই যাতায়াতা করে। ফলে যাত্রীবাহী ট্রেন চলাচলে তেমন কোনও বিঘ্ন ঘটেনি। আজ দুপুরের মধ্যেই লাইন মেরামতির কাজ শেষ করা হয় বলে রেলের এক মুখপাত্র জানিয়েছেন।
তবে ইঞ্জিনটি পুড়িয়ে দেওয়ায় রেলের কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।