Advertisement
০১ মে ২০২৪
Fire breaks out

দিল্লির আজাদপুর মাণ্ডিতে আগুন, নেভাতে এশিয়ার বৃহত্তম পাইকারি বাজারে দমকলের ১১টি ইঞ্জিন

এশিয়ার সব থেকে বড় পাইকারি সবজির বাজার হল এই আজাদপুর মাণ্ডি। উত্তর ভারতে ফল এবং সব্জির দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই বাজার।

image of fire

দিল্লির আজাদপুর সব্জি মাণ্ডিতে আগুন। ছবি: টুইটার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৯
Share: Save:

দিল্লির আজাদপুর মাণ্ডিতে ভয়াবহ আগুন। শুক্রবার সন্ধ্যায়ে লেগেছে এই আগুন। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ১১টি ইঞ্জিন। তাদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় কেউ হতাহত হনন।

দিল্লির এই অগ্নিকাণ্ডের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, সব্জি মাণ্ডিতে একের পর এক দোকানের ছাদ পুড়ে গিয়েছে। পুলিশের ধারণা, টোম্যাটোর দোকানের পিছনে আবর্জনার স্তূপ ছিল। সেখানেই প্রথম আগুন লাগে। তার পর তা ছড়িয়ে পড়ে।

এশিয়ার সব থেকে বড় পাইকারি সবজির বাজার হল এই আজাদপুর মাণ্ডি। উত্তর ভারতে ফল এবং সব্জির দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই বাজার। রোজ শয়ে শয়ে ট্রাক প্রবেশ করে এই বাজারে। তার পর সব্জি নিয়ে গোটা উত্তর ভারতে সরবরাহ করে। এ হেন গুরুত্বপূর্ণ বাজারে আগুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire breaks out new delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE